Sunday, March 3, 2024
Latest Newsদেশফিচার নিউজ

ঠিক যেন সিনেমার নায়ক! ময়ূরের সঙ্গে ভিডিওশ্যুটে ৬ বার ‛কাপড় বদল’ মোদীর

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : কখনও তিনি ফতুয়া-ধুতি পরে দোলনায় বসে মন দিয়ে ফাইল পড়ছেন। পা রাখা ছোট-ছোট পাথর সাজানো ট্রে-তে। পাশে ময়ূর দানা খেয়ে যাচ্ছে। কখনও আবার লোক কল্যাণ মার্গের বাসভবনের সিঁড়ি বা মেঝেতে বসে নিজের হাতেই ময়ূরীদের দানা খাওয়াচ্ছেন। গেরুয়া রঙের টি-শার্ট ও ট্র্যাকস্যুটে তিনি প্রাতঃভ্রমনে বেরিয়েছেন বা কুর্তার উপরে পোলকা-ডট অঙ্গবস্ত্র চাপিয়ে হাঁটাহাঁটি করছেন।

রবিবারের সকালে চেনা ছবির বাইরে নিজের প্রাত্যহিক জীবনের কিছু ‘অপরিচিত’ মুহূর্তের ছবি তুলে ধরলেন প্রধানমন্ত্রী। সঙ্গে ময়ূর ও প্রকৃতি-প্রেম নিয়ে দীর্ঘ হিন্দি কবিতা। প্রধানমন্ত্রীর ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটারে ১ মিনিট ৪৭ সেকেন্ডের এই ভিডিওতে প্রায় ৬ বার পোশাক পরিবর্তন করেছেন প্রধানমন্ত্রী। অনেকেই বলছেন বলিউড-টলিউডে এসব তো আকসার ঘটে। যদিও মোদীর এই ভিডিও মনে লেগেছে অনেকের।

 

 

Leave a Reply

error: Content is protected !!