দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: উত্তরাখণ্ডে ফের ভয়ঙ্কর মেঘ ভাঙা বৃষ্টি। জলের তোড়ে দেবপ্রয়াগে ভেসে গেল বাড়ি-দোকান। মঙ্গলবার সন্ধ্যেবেলা ভয়ঙ্কর মেঘ ভাঙ্গা বৃষ্টি নামে। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, প্রাকৃতিক বিপর্যয়ে কারও মৃত্যু ঘটেনি। টুইটারে ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে দেবপ্রয়াগে প্রকৃতির সেই ভয়ঙ্কর লীলার ভিডিও। তাতে দেখা গিয়েছে, ভয়ঙ্কর বৃষ্টি এবং জলের তোড়ে ভেসে যাচ্ছে গ্রাম- দোকান, বাড়ি ঘর।
দেবপ্রয়াগের স্টেশন হাউস অফিসার জানিয়েছেন, মঙ্গলবার বিকেল ৫ টা নাগাদ ঘটনাটি ঘটে । তেহরির বেশ কয়েকটি দোকান এবং বেশ কিছু বাড়ি জলের তোড়ে বিধ্বস্ত হয়েছে। লকডাউনের জেরে যেহেতু বেশিরভাগ দোকান বন্ধ তাই মৃত্যুর খবর নেই । জলের স্তর ক্রমশই বাড়ছে । সেই সঙ্গে চলছে উদ্ধার কার্য ।
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইতিমধ্যে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তিরথ সিং রাওয়াত এর সঙ্গে কথা বলেছেন এবং পরিস্থিতিতে সম্পর্কে জানতে চেয়েছেন। কেন্দ্রের তরফে রাজ্য সরকারকে সমস্ত রকম সাহায্যের আশ্বাস দেয়া হয়েছে।