দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : কয়লা দুর্নীতি মামলায় ৩ বছরের কারাদণ্ড হল বাজপেয়ী আমলের কেন্দ্রীয় মন্ত্রী দিলীপ রায়ের। ১৯৯৯ সালে ঝাড়খণ্ডে কয়লা ব্লক বণ্টনে অনিয়মের দায়ে দোষী সাব্যস্ত হয়েছিলেন তিনি। দিলীপ রায়কে তিন বছরের কারাদণ্ড দিল বিশেষ সিবিআই আদালত।
১৯৯৯ সালে ঝাড়খন্ডে কয়লা ব্লক বন্টনের একটি মামলায় ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছিল এই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে। বিষয়টি নিয়ে জাতীয় স্তরে তোলপাড় পড়ে গিয়েছিল। তৎকালীন এনডিএ সরকার ওই অভিযোগের তদন্তভার দিয়েছিল সিবিআই-কে। কেন্দ্রীয় ওই তদন্তকারী সংস্থা তদন্তে নেমে ওই দুর্নীতিতে তৎকালীন রাষ্ট্রমন্ত্রী দিলীপের যোগসাজশ খুঁজে পায়।
অটলবিহারী বাজপেয়ী সরকারের আমলে দিলীপ ছিলেন কয়লা দফতরের রাষ্ট্রমন্ত্রী। তাই ওই ঘটনায় তাঁর যোগসাজশ খুঁজতে প্রথম থেকেই সক্রিয় হয়েছিল সিবিআই। তদন্তে তাঁর পাশাপাশিই কয়লা মন্ত্রকের তৎকালীন দুই পদস্থ অফিসারও দোষী সাব্যস্ত হয়েছেন।