Wednesday, January 22, 2025
Latest Newsদেশফিচার নিউজ

দেবদেবীদের অবমাননার কোনো প্রমাণই নেই, সুপ্রিমকোর্টে জামিন কমেডিয়ান মুনোয়ার ফারুকির

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: হিন্দু ধর্মের দেবদেবীদের অবমাননার অভিযোগে গত ২ জানুয়ারি গ্রেফতার করা হয়েছিল কমেডিয়ান মুনোয়ার ফারুকি। কিন্তু তার দেবদেবীদের অবমাননার কোনো প্রমাণই মিলেনি। ফলে মুনোয়ার ফারুকিকে জামিন দিতে বাধ্য হল সুপ্রিমকোর্ট। সেই সঙ্গে উত্তরপ্রদেশের পুলিশের কাছ থেকে গ্রেফতারির রক্ষাকবচও পেয়েছেন ফারুকি।

কেবল তিনিই নন, তাঁর সঙ্গে আরও চারজন কমেডিয়ানকে গ্রেফতার করা হয়েছিল। তাঁদের বিরুদ্ধে অভিযোগ ছিল, ইন্দোরের এক জনপ্রিয় কফিশপে আয়োজিত স্ট্যান্ডআপ কমেডি শোয়ে বিতর্কিত মন্তব্য করার। সেদিন দর্শকাসনে উপস্থিত ছিলেন হিন্দু রক্ষক সংগঠনের সদস্যরাও। তাঁদের অভিযোগ, অনুষ্ঠানের শুরু থেকেই রসিকতার নামে হিন্দু দেবদেবী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও গোধরা কাণ্ড নিয়ে একের পর এক বিতর্কিত মন্তব্য করছিলেন মুনোয়ার ফারুকি। সেই মন্তব্যের বিরোধিতা করে সঙ্গে সঙ্গে অনুষ্ঠান বন্ধের আরজি জানান হিন্দু রক্ষক সংগঠনের সদস্যরা। কিন্তু তাতে কান দেয়নি কফিশপ কর্তৃপক্ষ। পুরো অনুষ্ঠানের রেকর্ডিং নিয়ে পরে পুলিশের দ্বারস্থ হন তাঁরা। শেষ পর্যন্ত এক বিজেপি বিধায়কের ছেলে একলব্য সিং গৌরের দায়ের করা অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করা হয়।

বৃহস্পতিবারই ফারুকি সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন। অবশেষে শুক্রবার জামিন পেলেন তিনি। তাঁকে অন্তর্বর্তী জামিন দেওয়ার পাশাপাশি বিচারপতি আরএফ নরিম্যান ও বিআর গাভাইয়ের বেঞ্চ এও জানিয়েছে, ২০১৪ সালে বিহারের অরনেশ কুমারের মামলাটিতে সুপ্রিম কোর্টের রায়টিকে অবমাননা করে ফারুকিকে গ্রেপ্তার করেছে মধ্যপ্রদেশ পুলিশ।

উত্তরপ্রদেশ পুলিশ ফারুকির বিরুদ্ধে একটি আলাদা মামলা দায়ের করেছে। তবে আজকের রায়ের পরে আপাতত যোগী সরকারের পুলিশও গ্রেফতার করতে পারবে না তাঁকে।

 

Leave a Reply

error: Content is protected !!