Thursday, March 13, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

দেওয়াল লেখাকে কেন্দ্র করে দ্বন্দ্ব, মিম কর্মীদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আহত একাধিক

সাকিব হাসান, দৈনিক সমাচার, মোগরাহাট: বিধানসভা পার্থী ঘোষণার পর দেয়াল লেখার কাজ শুরু হয় প্রত্যেক বিধান সভায়। কিন্তু সেই দেয়াল লেখাকে কেন্দ্র করে তৃণমূল ও মিম এর মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। ঘটনাটি ঘটে দঃ ২8 পরগনা জেলার মগরাহাট পশ্চিম বিধানসভার শেরপুর অঞ্চলের।

অভিযোগ, মিম এর দখল করা দেয়ালে শাসক দল তৃণমূল জোর করে দখল রতে যায়। মিম কর্মী মাহমুদুল মিস্ত্রী প্রতিবাদ করলে তৃণমূল এর কিছু কর্মীরা প্রচন্ড মারধর করে। এই নিয়ে দুই দলের ঝামেলার সৃষ্টি হলেও ঘটনাস্থলে মিম নেতা আজিজ আল হাসন সেখানে উপস্থিত হয়ে তাদের নিজেদের লোকদের নিয়ে ফিরে আসেন। আহত মাহমুদুল কে নিয়ে স্থানীয় নার্সিং-হোমে নিয়ে যায় চিকিৎসার জন্য।

আজিজ আল হাসান বলেন, এই বিষয়ে তারা বিডিও সহ ইআরও-কে লিখিত ভাবে জানিয়েছেন। প্রশাসন এর বিশ্বাস ও ভরসা আছে তারা এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নেবেন।

 

Leave a Reply

error: Content is protected !!