Thursday, March 20, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

মমতাকে কটুক্তি করায় ক্ষুব্ধ কংগ্রেস হাইকম্যান্ড! লোকসভার নেতার পদ থেকে সরিয়ে দেওয়া হল অধীরকে

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহত হওয়ার ঘটনায় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর যে মন্তব্য করেছিলেন, তা সমর্থনযোগ্য নয় বলে জানাল কংগ্রেস হাইকম্যান্ড। নন্দীগ্রামের ওই ঘটনার পর অধীর বলেছিলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় নাটক করছেন!’’ বৃহস্পতিবার ওই বিষয়ে এআইসিসি-র মুখপাত্র সুপ্রিয়া শ্রীনাতে বলেন, ‘‘প্রদেশ সভাপতি মমতা সম্পর্কে যা বলেছেন, সেটা তাঁর ব্যক্তিগত মতামত। এর সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই। উনি হয়তো স্থানীয় কোনও সূত্রে খবর পেয়ে ওই মন্তব্য করেছেন। আমি এবং দল তাঁর ওই মন্তব্যের বিরোধিতা করছি।’’

এই ঘটনার পরই অধীর চৌধুরীকে লোকসভার দলনেতার পদ থেকে সরিয়ে দিয়েছে কংগ্রেস। বৃহস্পতিবার এআইসিসি সূত্রে জানা গিয়েছে, তাঁর জায়গায় ওই পদে আনা হচ্ছে পঞ্জাবের লুধিয়ানার সাংসদ রভনীত সিংহ বিট্টুকে। অধীরকে সরানোর কারণ হিসেবে বলা হয়েছে, বাংলার ভোটের জন্য প্রদেশ কংগ্রেস সভাপতি অধীরকে রাজ্যে অনেক বেশি সময় দিতে হচ্ছে। কংগ্রেসের একটি সূত্রের দাবি, বাংলার ভোট মিটে গেলে অধীরকে আবার ওই পদে ফিরিয়ে নেওয়া হবে। লোকসভার দলনেতার পাশাপাশি পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যানও ছিলেন অধীর। সেই পদে অবশ্য তিনি এখনও রয়েছেন।

Leave a Reply

error: Content is protected !!