Friday, March 29, 2024
Latest Newsদেশফিচার নিউজ

“কংগ্রেসের অন্দরে ক্ষয় ধরেছে, সংগঠন বলে কিছুই নেই”, সিব্বলের পর বিস্ফোরক চিদম্বরম

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: “কংগ্রেসের অন্দরে ক্ষয় ধরেছে, সংগঠন বলে কিছুই নেই”, কংগ্রেস নেতা কপিল সিব্বলের পর এবার বিস্ফোরক পি চিদম্বরম। বিহার ভোটে কংগ্রেসের চূড়ান্ত হতাশাজনক ফল নিয়ে এমন মন্তব্য করেন প্রাক্তন অর্থমন্ত্রী চিদম্বরম।

তাঁর স্বীকারোক্তি, ‘আমাদের এবার মেনে নিতেই হবে দলের অন্দরে ক্ষয় ধরেছে। অনেক রাজ্যেই আমাদের সংগঠন বলে তেমন কিছুই নেই।’ সিব্বলের ক্ষোভের ক্ষতে প্রলেপ দিতে বৈঠকে বসতে বসেছিল কংগ্রেস। কিন্তু কার্যত নিষ্ফলাই থেকেছে সেই বৈঠক। একই সঙ্গে আলোচনাতেই আসেনি রাহুল ও প্রিয়াঙ্কার দায়বদ্ধতা প্রসঙ্গও। এবার চিদম্বরম মুখ খোলায় বিড়ম্বনা আরও বাড়ল কংগ্রেসে।

এদিন চিদম্বরম সাফ বলেছেন, ‘আমি অত্যন্ত চিন্তিত উত্তরপ্রদেশ, গুজরাট, মধ্যপ্রদেশ এবং কর্নাটক উপনির্বাচনের ফলাফল দেখার পর। উপনির্বাচনের ফলাফল বলে দিচ্ছে, নীচুস্তরে দলের কোনও সংগঠনই আর তেমন নেই। থাকলেও তা নগণ্য।’ একইসঙ্গে বিহারে সংগঠন না থাকা সত্ত্বেও অনেক বেশি আসনে লড়েছে কংগ্রেস, দাবি করেছেন চিদম্বরম।

সোমবারই বিক্ষুব্ধ কংগ্রেস নেতারা সনিয়া গান্ধীকে চিঠি দিয়ে বিহার নির্বাচনে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। কপিল সিব্বলও গান্ধী পরিবারকে পরোক্ষ সমালোচনা করে সংবাদমাধ্যমে সরাসরি মুখ খোলেন। তাঁর বক্তব্য ছিল, যোগ্য বিকল্প হয়ে উঠতে পারছে না কংগ্রেস। দলের অন্দরে বিক্ষোভের আঁচ পেয়েই আসরে নামেন সোনিয়া গান্ধী।

 

Leave a Reply

error: Content is protected !!