Thursday, November 21, 2024
Latest Newsদেশফিচার নিউজ

সন্ত্রাসীদের সঙ্গে সম্পর্ক রেখে গ্রেফতার বিজেপি নেতা, অর্ণব-সুধীর চুপ কেন? প্রশ্ন কংগ্রেসের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ডিবেট শো’ থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া – দেশের কুখ্যাত সব নিউজ অ্যাঙ্কররা নিজেদের দেশভক্ত হিসেবে প্রমাণ করার আপ্রাণ প্ৰচেষ্টা চালাচ্ছেন। কিন্তু উপত্যকায় সন্ত্রাসীদের অস্ত্র সরবরাহের অভিযোগে বিজেপি নেতা তারিক আহমদ মীর গ্রেফতার হওয়ার ঘটনায় তাঁরা নীরব দর্শকের ভূমিকা পালন করছেন। এই গ্রেফতারের ঘটনা নিয়ে টিভিতে বিতর্ক কিংবা সোশ্যাল মিডিয়ায় বিজেপিকে প্রশ্ন করতে দেখা যায়নি তাঁদের।

এই অ্যাঙ্করদের এহেন মনোভাব নিয়ে প্রশ্ন সোশ্যাল মিডিয়ায় প্ৰশ্ন ওঠা শুরু হয়েছে। নেটিজেনরা প্রশ্ন তুলেছেন, যারা নিজেদের দেশভক্ত প্রমান করার জন্য লাফালাফি করে, তাদের কাছে বিজেপি কি এই দেশের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ? অ্যাঙ্করদের এই মনোভাবকে সামনে রেখে কংগ্রেস নেতা শ্রীবতসও গণমাধ্যমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন। তিনি বলেছেন, বিজেপিকে বাঁচানো মিডিয়ার কাছে দেশ বাঁচানোর চেয়েও গুরুত্বপূর্ণ।

তিনি ট্যুইট করে বলেন, সুধীর চৌধুরী, রুবিকা লিয়াকত, রাহুল কানওয়াল, আমিশ দেবগন, রাজদীপ সারদেশাই এবং অর্ণব গোস্বামী বিজেপি নেতার সঙ্গে সন্ত্রাস যোগ মামলায় মুখ খোলেনি। উল্লেখ্য, জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) সন্ত্রাসীদের অস্ত্র সরবরাহের অভিযোগে বিজেপির প্রাক্তন নেতা তারিক আহমদ মীরকে গ্রেফতার করেছে। গ্রেফতারের পর পর মীরকে রিমান্ডে নেওয়া হয়েছে। এনআইএ কর্মকর্তাদের একটি বিশেষ দল তাকে জিজ্ঞাসাবাদ করবে।

 

Support Free & Independent Journalism

Leave a Reply

error: Content is protected !!