Thursday, March 28, 2024
Latest Newsদেশফিচার নিউজ

মানবতার জয়, রোজা রেখে পুরোহিতের মরদেহ শ্মশানে নিয়ে গেলেন মুসলিম যুবকেরা

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : করোনা মহামারির মাঝে দেশজুড়ে যখন বিভেদকামী শক্তি বিদ্বেষ ছড়ানোর কাজ করে চলেছে, তখন মানবতার এক অনন্য নজির গড়ল মেরঠ। সেখানকার ৮৬ বছরের এক পুরোহিত রমেশ মাথুরের মৃত্যুর পর তাঁর মৃতদেহ শ্মশানে নিয়ে যেতে এগিয়ে এলেন স্থানীয় মুসলিম যুবকেরা।

মেরঠের মুসলিম অধ্যুষিত শাহপীর গেট এলাকায় থাকতেন রমেশ। ছেলে চন্দ্র মৌলি মাথুর জানান, ‘বাবা খাদ্যনালীর সমস্যায় ভুগছিলেন। মঙ্গলবার হঠাত্‍ই তাঁর মৃত্যু হয়। লকডাউনের ফলে কোনও আত্মীয়-স্বজন আসতে পারেননি। প্রতিবেশীরাই বাবার দেহ শ্মশানে নিয়ে যেতেন এগিয়ে আসেন।’

সূত্রের খবর এদিন রোজা রেখেই রমেশ মাথুরের মরদেহ শ্মশানে পৌঁছে দিয়ে আসেন ওই যুবকেরা। স্থানীয় কাউন্সিলর মহম্মদ মোবিন জানান, ‘এখন এমন একটা সময়, যখন আমাদের সবার পাশে দাঁড়ানো উচিত।’

 

Support Free & Independent Journalism

Leave a Reply

error: Content is protected !!