দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : অশোক গহলৌত এবং সচিন পাইলটের দ্বন্দ্ব এখন তুঙ্গে। এই আবহেই রাজস্থান ছেড়ে সঙ্গীসাথীদের নিয়ে দিল্লিতে ঘাঁটি গেড়েছেন সচিন। মরুরাজ্য রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গহলৌতের সঙ্গে টানাপড়েনের জেরে জল্পনা শুরু হয়, কংগ্রেস ছেড়ে কি এ বার বিজেপিতে যোগ দেবেন সচিন পাইলট?
খবর ছড়িয়ে পড়ে, সোমবার বিজেপি সভাপতি জেপি নাড্ডার সঙ্গে দেখা করতে চলেছেন তিনি। ফলে সচিনের দলবদলের জল্পনা আরও জোরালো হয়ে ওঠে। রাজ্যটির কংগ্রেস সভাপতির রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে যখন জল্পনা জোরদার, তখন সচিন সাফ জানিয়ে দিলেন, ‘বিজেপিতে যাচ্ছি না।’
এনডিটিভি-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ‘বিজেপিতে যাচ্ছি না।’ এদিকে দলীয় বিধায়কদের পরিষদীয় বৈঠকে তলব করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গহলৌত। এ জন্য হুইপও জারি করেছেন তিনি। সেই বৈঠকে তিনি যে যোগ দিচ্ছেন না, তা-ও স্পষ্ট করে দিয়েছেন সচিন পাইলট।