দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে আজ সোমবার শপথ নেন নীতিশ কুমার। ফলে আগামী ৫ বছর ক্ষমতায় থাকবে এনডিএ। কিন্তু কংগ্রেসের খারাপ ফল নিয়ে চলছে নানা মহলে আলোচনা। বাদ নেই মহাজোটও।বিহারে বিজেপিকে সাহায্য করেছে কংগ্রেসের অবস্থান, এমনটাই বিস্ফোরক মন্তব্য জোটসঙ্গী আরজেডি নেতা শিবানন্দ তিওয়ারির। তিনি বলেন, যেভাবে কংগ্রেস চলেছে, তাতে সাহায্য করা হয়েছে বিজেপিকে।
বিহারে ২৪৩ টি আসনে সংখ্যাগরিষ্ঠতা পেতে গেলে অন্তত ১২২ টি আসনে জিততে হয়, কোন দল কিংবা জোটকে। সেখানে এনডিএ পেয়েছে ১২৫ টি আসন। অন্যদিকে আরজেডি, কংগ্রেস এবং বামেদের মহাজোট পেয়েছে ১১০ টি আসন। ৭৫ টি আসন জিতে আরজেডি একক বৃহত্তম দল হয়েছে। অন্যদিকে কংগ্রেস ৭০ টি আসনে লড়াই করে মাত্র ১৯ টি আসনে জয় পেয়েছে।
কংগ্রেসের এই ফল নিয়ে কড়া আক্রমণ করেছে আরজেডি। তারা বলছে কংগ্রেস এমনভাবে প্রার্থী নির্বাচন করেছে, যাঁরা বিহারের রাজনীতির সঙ্গে পরিচিত নন। তারা ৭০ টি আসনে প্রার্থী দিয়েছিল কিন্তু ৭০ টি সভা করেনি। রাহুল গান্ধী তিন দিন এসেছিলেন। কিন্তু প্রিয়ঙ্কা গান্ধী আসেননি। যাঁরা বিহারের সঙ্গে পরিচিত নন, তাঁরাই প্রচারে গিয়েছিলেন বলে মনে করছেন আরজেডির শিবানন্দ তিওয়ারি।
শিবানন্দ তিওয়ারির আরও অভিযোগ, প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী এবং সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গান্ধী বিহারের নির্বাচন চলার সময়ে পিকনিকে গিয়েছিলেন। তিনি বলেছেন, যখন বিহারে নির্বাচনী প্রচার চলছে পুরোদমে, সেই সময় প্রিয়ঙ্কা গান্ধীর সিমলার বাড়িতে পিকনিকে গিয়েছিলেন রাহুল গান্ধী। এভাবে কি দল চালানো যায়, প্রশ্ন করেন তিনি। যেভাবে কংগ্রেস চালানো হচ্ছে, তাতে সুবিধা পাচ্ছে বিজেপি, মন্তব্য করেছেন শিবানন্দ তিওয়ারি।
শিবানন্দ তিওয়ারি আরও বলেছেন, কংগ্রেসের এই অবস্থা বিহারেই নয়, অন্য রাজ্যগুলিতেও একই রকমের। তিনি বলেন, অন্য রাজ্যগুলিতে কংগ্রেস চেষ্টা করে সব থেকে বেশি আসনে লড়াই করতে। কিন্তু তারা সর্বোচ্চ সংখ্যক আসন জিততে ব্যর্থ হয়। কংগ্রেসকে এব্যাপারে চিন্তা করতে হবে বলে মন্তব্য করেন তিনি। আরজেডি নেতা আরও বলেন, চাপে পড়ে কংগ্রেসকে ৭০ টি আসন দেওয়া উচিত হয়নি। এছাড়াও কংগ্রেসও তাদের পরিস্থিতি সম্পর্কে জানত বলেও মন্তব্য করেন তিনি।
প্রবীণ আরজেডি নেতা আরও বলেছেন, কংগ্রেস নেতা কপিল সিবাল, শশী তারুর, মনীষ তিওয়ারি, মুকুল ওয়াসনিকও এক বৈঠকে বলেছেন, কংগ্রেস যেভাবে চলছে তাতে তাঁরা শঙ্কিত। বিহারের কংগ্রেস নেতা তারিক আনোয়ার বিহারে কংগ্রেসের খারাপ ফলে কথা স্বীকার করে নিয়েছেন। তিনি বলেছেন, কংগ্রেস হাইকমান্ড এব্যাপারে সিরিয়াস। তারা ফলাফল অ্যানালিসিস করছেন বলে জানিয়েছেন।