Tuesday, April 16, 2024
Latest Newsদেশফিচার নিউজ

প্রতি মাসে একদিন করে ‘অনর্থক’ কথা বলে করোনাকে হারানো যাবে না, ‘মন কি বাত’নিয়ে কটাক্ষ রাহুলের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: প্রতি মাসে একদিন করে ‘অনর্থক’ কথা বলে করোনাকে হারানো যাবে না, মোদীর ‘মন কি বাত’ নিয়ে তীব্র কটাক্ষ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। প্রতি মাসের শেষ রবিবারে প্রধানমন্ত্রীর মাসিক বেতার অনুষ্ঠান ‘মন কি বাত’ এ কিছু কথা বলে থাকেন। এমাসেও তার ব্যতিক্রম হয়নি। এই কথা গুলোকে ‘অনর্থক’ কথা বলে মনে করেন রাহুল। টুইটারে তিনি লেখেন, এভাবে মাসে একদিন ‘অনর্থক’ কথা বলে করোনা ভাইরাসকে হারানো যাবে না।

কংগ্রেসের প্রাক্তন সভাপতি রবিবারের সকালে নিজের টুইটারে লেখেন, ‘‘করোনার সঙ্গে লড়তে হলে দরকার সঠিক ইচ্ছা, নীতি ও প্রতিজ্ঞা। মাসে একবার অনর্থক কথা বলে নয়।’’ প্রসঙ্গত, রাহুল বারবারই সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে মোদি সরকারের বিরুদ্ধে সমালোচনায় মুখর হয়েছেন। গত শুক্রবারই তিনি অভিযোগ তোলেন, করোনার টিকাকরণের পরিকল্পনার ব্যর্থতার কারণেই করোনার দ্বিতীয় ঢেউয়ে এভাবে বিপর্যস্ত হয়েছে দেশ। সেই সঙ্গে তিনি আরও অভিযোগ জানান, করোনায় মৃত্যুর যে পরিসংখ্যান কেন্দ্র জানাচ্ছে, সেটাও সঠিক নয়। এবং কেন্দ্র যদি এবারের অভিজ্ঞতা থেকে শিক্ষা না নেয়, তাহলে এমন ঢেউ এরপরও আসবে।

 

 

উল্লেখ্য, এই রবিবারই প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ পা দিল ৭৭তম পর্বে। এদিনের অনুষ্ঠানে তাঁর সরকারের ৭ বছর পূর্তির প্রসঙ্গ উঠে আসে প্রধানমন্ত্রীর মুখে। সেই সঙ্গে তিনি মনে করিয়ে দেন তাঁর সরকারের বরাবরের আদর্শ ‘সব কা সাথ, সব কা বিকাশ’-এর কথা। অর্থাৎ সকলকে সঙ্গে নিয়ে সকলের উন্নতি সাধন।

এরই পাশাপাশি করোনার দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত দেশের পরিস্থিতির কথাও উঠে আসে তাঁর মুখে। মারণ ভাইরাসের বিরুদ্ধে লড়াই যে অত্যন্ত কঠিন, সেকথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘‘ভারত বরাবর কঠিন চ্যালেঞ্জ জিতে এসেছে। এবারও কেন্দ্র-রাজ্য একসঙ্গে লড়াই করছে।’’ কঠিন পরিস্থিতিতে ঐক্যবদ্ধ হয়ে লড়াইয়ের বার্তা দেন তিনি। ‘মন কি বাতে’ উঠে আসে ‘তাওকতে’ এবং ‘যশে’র কথাও। দেশবাসীকে কুর্নিশ জানিয়ে মোদি বললেন, “করোনা পরিস্থিতির মাঝে ঘূর্ণিঝড়েরও মোকাবিলা করছে দেশবাসী। রাজ্যগুলি সাহসিকতার পরিচয় দিয়েছে। ধৈর্য এবং শৃঙ্খলা মেনে এই লড়াই লড়েছে রাজ্যগুলি।”

 

Leave a Reply

error: Content is protected !!