দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : গোটা শরীর কালো বোরখায় ঢাকা। মুখেও হিজাব। দেখা যাচ্ছে শুধু চোখ দুটো। এহেন রূপেই দিল্লির তরুণী ইমরানা সইফিকে প্রতিদিন দেখা যায় জীবাণুনাশক স্প্রে হাতে ঘর থেকে বেরোতে। করোনার বিরুদ্ধে তিনিও এক লড়াকু যোদ্ধা। তিন সন্তানের মা, ৩২ বছরের ইমরানা এই যুদ্ধে কোনও ভেদাভেদ রাখেন নি। মন্দির, মসজিদ, গুরুদ্বারে সর্বত্র তিনি জীবাণুনাশের কাজ করে চলেছেন।
কিছুদিন আগেও মুসলিম সম্প্রদায়কে নিয়ে নানান কুৎসা ও গুজব রটেছিল এই করোনা সংক্রমণ নিয়েই। অভিযোগের আঙুল উঠেছিল তাঁদের দিকে। সেই সমস্ত হিংসা ও বিভেদকে দূরে ঠেলে ভালবাসা দিয়ে মানুষের মন জয় করলেন নেহেরু বিহারের ইমরানা। এই মহামারীর সময়ে মানবতার ও ভালবাসার নজির গড়লেন তরুণী ইমরানা। পরিচিতরা বলছেন, উত্তর দিল্লির প্রতিটি কোণা তিনি সাফ করে চলেছেন শক্ত হাতে। স্বাস্থ্যবিধি মেনেই করছেন এই কাজ, সামাজিক দূরত্ব বজায় রাখছেন নিয়ম মেনে।
Support Free & Independent Journalism