দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : করোনার প্রকোপ থেকে বাঁচতে দেশজুড়ে লকডাউনের সময়সীমা বাড়ানো হয়েছে। এরই মাঝে একটি চাঞ্চল্যকর রিপোর্ট পেশ করেছে স্ট্যান্ডার্ড ওয়ার্কার্স একশন নেটওয়ার্ক নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থা। তাঁদের রিপোর্টে দাবি করা হয়েছে যে, এই লকডাউনে শহরে বহু পরিযায়ী শ্রমিক আটকে আছেন অথচ তাদের জন্য কোনও সরকারী সহযোগিতা মিলছে না।
ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট অনুযায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লকডাউন ঘোষণার দু’দিন পর ২৭ মার্চ থেকেই শিক্ষাবিদ ও বিভিন্ন সমাজসেবী সংগঠনের সদস্যদের কাছে মহারাষ্ট্র, কর্নাটক, উত্তরপ্রদেশ, পঞ্জাব, দিল্লি, ও হরিয়ানায় আটকে থাকা শ্রমিকদের ব্যাপারে বিভিন্ন চিন্তাজনক খবর আসতে শুরু করে।
বেঙ্গালুরুর আজীম প্রেমজি ইউনিভার্সিটির সহকারী প্রফেসর রাজেন্দ্রন নারায়ণ বলেন, ‛প্রথমে আমরা কিছু আর্থিক সাহায্য করার চেষ্টা করেছিলাম, কিন্তু পরে বুঝতে পারি তাঁদের যা অভাব সেটা আমাদের সামর্থ্যের বাইরে।’
১৩ এপ্রিল পর্যন্ত, স্ট্যান্ডার্ড ওয়ার্কার্স একশন নেটওয়ার্ক-এর ৭৩টি স্বেচ্ছাসেবক গ্রুপের সঙ্গে গোটা দেশ থেকে শ্রমিকদের ৬৪০টি গ্রূপ যোগাযোগ করেছিল। এরপর ১১১৫৯ জন আটকে থাকা শ্রমিকদের সাথে যোগাযোগ করে তাঁদের ৩.৮ লক্ষ টাকা সহায়তা করা হয়েছিল। তাঁদের স্থানীয় সংস্থার সাথে যোগাযোগ করে সরকারী সুযোগ-সুবিধারও ব্যবস্থা করা হয়েছে।
Support Free & Independent Journalism