Thursday, November 21, 2024
Latest Newsদেশফিচার নিউজ

বিপদ বুঝলেও আম আদমির কথা ভাবেননি মোদী : অমর্ত্য সেন

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : দেশের বিরোধী দলগুলি অভিযোগ করে আসছে যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করোনা সঙ্কটের ব্যাপারে সজাগ হতে দেরি করেছেন। কিন্তু নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন মনে করছেন, মোদী করোনা সঙ্কটের গুরুত্ব অনেক রাষ্ট্রনেতার চেয়ে আগে বুঝেছেন, কিন্তু সেই সমস্যার মোকাবিলায় সাধারণ মানুষের জীবন ও জীবিকার দিকটা বেশি করে ভাবা উচিত ছিল।

বুধবার এই অমর্ত্য সেন একটি টিভি চ্যানেলে করোনা পরিস্থিতি নিয়ে কথা বলার সময় এই মন্তব্য করেন। মানুষের হাতে নগদ টাকা দেওয়ার যে সুপারিশ বিভিন্ন মহল থেকে এসেছে, আর এক নোবেলজয়ী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় যার অন্যতম, অমর্ত্যের বক্তব্য তার চেয়ে কিছুটা ভিন্নধর্মী। তাঁর মতে, টাকা দেওয়াটা সহজ রাস্তা। সার্বিক পরিকাঠামো ঢেলে সাজানোটাই বৃহত্তর লক্ষ্য হওয়া উচিত।

সেই সঙ্গে করোনা সঙ্কট-লকডাউন ইত্যাদির হাত ধরে রাষ্ট্র যদি ক্রমশ খবরদারি বাড়ায় এবং নেপোলিয়নীয় চরিত্র গ্রহণ করে, সেটা ক্ষতিকারক হবে বলে সতর্ক করেছেন অমর্ত্য। তাঁর মতে, সঙ্কট মুহূর্তে আরও বেশি করে গণতান্ত্রিকতা এবং আলাপ-আলোচনার পরিসর বাড়ানোর প্রয়োজন রয়েছে। তিনি মনে করিয়ে দেন, কেরল যে সঙ্কট মোকাবিলায় ভাল ফল করেছে, তার পিছনেও সেখানকার স্বাস্থ্য-শিক্ষার পরিকাঠামো এবং গণতান্ত্রিকতার সদর্থক ভূমিকা রয়েছে।

 

Support Free & Independent Journalism

Leave a Reply

error: Content is protected !!