Latest Newsদেশফিচার নিউজ

প্রকাশ্যে যোগীরাজ্যের আরও এক কেলেঙ্কারি, এবার করোনায় মৃতদেহ গঙ্গায় ছুঁড়ে ফেলা হচ্ছে ব্রিজ থেকে

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: প্রকাশ্যে যোগীরাজ্যের আরও এক কেলেঙ্কারি, এবার করোনায় মৃতদেহ গঙ্গায় ছুঁড়ে ফেলা হচ্ছে ব্রিজ থেকে। বিজেপি শাসিত উত্তরপ্রদেশের সারি দিয়ে গঙ্গায় মৃতদেহ ভাসার দেহ আগেই দেখেছে গোটা ভারত। গঙ্গার চড়ে বিপুল জায়গা জুড়ে শুধু কোভিডে মৃতদের দেহ করব দেওয়ার ছবিও গা শিউরে দিয়েছে। এবার প্রকাশ্যে এল উত্তরপ্রদেশের এক চাঞ্চল্যকর ভাইরাল ভিডিও।

উত্তরপ্রদেশের বলরামপুরের এক ব্রিজ দিয়ে গাড়ি চালিয়ে যাওয়ার সময় যে হাড়হিম করা দৃশ্য মোবাইলবন্দী করেছেন কয়েকজন। যে ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে বৃষ্টির মাঝে দুই ব্যক্তি প্লাস্টিকে জড়ানো একজনের দেহ ব্রিজ থেকে নীচে গঙ্গার জলে ফেলছেন। মৃতের দেহে প্লাস্টিক জড়ানো ও যে দু’জন ব্যক্তির মধ্যে একজন পিপিই কিট পড়ে থাকায় সন্দেহ মৃতদেহটি কোনও করোনা আক্রান্তেরই।

 

এই ভাইরাল ভিডিও সামনে আসার পর তদন্তের নির্দেশ দিয়েছে বলরামপুরের স্থানীয় প্রশাসন। সেখানকার মুখ্য মেডিক্যাল অফিসার ভিবি সিংহ বলেছেন, ‘প্রাথমিক তদন্তে দেখা গিয়েছে গত ২৫ মে কোভিড আক্রান্ত হয়ে স্থানীয় হাসপাতালে ভর্তি হয়েছিলেন এক ব্যক্তি। তিনদিন বাদে তাঁর মৃত্যু হয়। যার পর নিয়মমাফিক কোভিড প্রোটোকল মেনে বাড়ির লোকের হাতে মরদেহ তুলে দেওয়া হয়। প্রাথমিক তদন্তে উটে এসেছে, আত্মীয়রাই মৃতদেহ নদীর জলে ছুঁড়ে ফেলেছেন। গোটা বিষয়টি ভালোভাবে খতিয়ে দেখে যথাযোগ্য ব্যবস্থা নেওয়া হবে।’

 

Leave a Reply

error: Content is protected !!