দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : করোনাকে একেবারে মামুলি সর্দি-জ্বরের সঙ্গেই তুলনা করলেন কর্নাটকের ১০০ বছরের এক বৃদ্ধা। কর্নাটকের বেল্লারি জেলার হুভিনা হাদাগালি টাউনের বাসিন্দা হাল্লাম্মা। প্রথম সংক্রমণ ধরা পড়ে ১৬ জুলাই। তার আগে বৃদ্ধার ছেলে ভাইরাস আক্রান্ত হয়েছিলেন।
‛সর্দি-জ্বর হলে যেমন হয়, আমার ঠিক তেমনই হয়েছিল। কাশি হচ্ছিল। গা গরম হয়েছিল। তারপরেই আমাকে হাসপাতালে নিয়ে গেল’, বলেন হাল্লাম্মা। টেস্টে তাঁর করোনা পজিটিভ ধরা পড়ে। তারপরেই চিকিৎসা শুরু হয়। করোনা সংক্রমণ ধরা পড়েছে বৃদ্ধার বৌমা ও নাতিরও। তাঁদের চিকিৎসা চলছে।