Thursday, April 25, 2024
Latest Newsআন্তর্জাতিকফিচার নিউজ

শীঘ্রই দুনিয়া থেকে উধাও হবে করোনা ভাইরাস, ভবিষ্যতবাণী করলেন নোবেল জয়ী বিজ্ঞানী

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : করোনা ভাইরাসের দাপটের মধ্যেই আশার কথা শোনালেন নোবেল জয়ী বিজ্ঞানী। ২০১৩ সালে রসায়নে নোবেল জয়ী বিজ্ঞানী মাইকেল লেভিট দাবি করেছেন, খুব শীঘ্রই করোনাভাইরাস উধাও হবে দুনিয়া থেকে। তিনি আগেই চিনে এক মহামারীর ভবিষ্যতবাণী করেছিলেন। তিনি এও বলেছিলেন ওই মহামারীর প্রকোপ ভয়ঙ্কর হবে।

স্টানফোর্ড বিশ্ববিদ্যালয়ের এই বায়োফিজিসিস্ট লস অ্যাঞ্জেলেস টাইমস-কে দেওয়া এক সাক্ষাতকার বলেন, এখন আতঙ্কটাই দূর করা প্রথম প্রয়োজন। তাহলেই আমরা ঠিক হয়ে যাব। লেভিটের দাবি, মানুষকে ঘরবন্দি করে রাখা কিংবা ভ্যাকসিনের দ্বারা করোনা নিয়ন্ত্রণ করার কাজটা বেশ শক্ত।

 

পশ্চিমবঙ্গ, কলকাতা, রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বলিউড ও ক্রিকেটের সকল বাংলা খবর পড়তে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন  Twitter  আর সাবস্ক্রাইব করুন YouTube ও জয়েন করুন WhatsApp Group এবং ডাউনলোড করুন আমাদের News Apps

Leave a Reply

error: Content is protected !!