দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : বজরং দলের সদস্য তথা তথাকথিত গো-রক্ষক মনু মানেসারকে আটক করেছে হরিয়ানা পুলিশ। হরিয়ানা পুলিশ তাকে রাজস্থান পুলিশের কাছে হস্তান্তর করবে। নাম প্রকাশ না করার শর্তে ইন্ডিয়া টুডেকে একথা জানিয়েছেন এক পুলিশ কর্মকর্তা। মনু মানেসারের বিরুদ্ধে ফেব্রুয়ারি মাসে রাজস্থানের দুই মুসলিম যুবককে (জুনেইদ-নাসির) হত্যার অভিযোগে মামলা করা হয়েছিল।