দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : একুশের ভোটে প্রার্থী বাছাই নিয়ে ভাবনাচিন্তা শুরু করে দিয়েছে রাজ্য সিপিএম। সূত্রের খবর, অভিনেত্রী শ্রীলেখা মিত্র ও তরুণ নাট্য পরিচালক সৌরভ পালোধীকে প্রার্থী করার কথা ভাবছেন সিপিএম নেতৃত্ব।
এ ব্যাপারে শ্রীলেখার সঙ্গে যোগাযোগ করা হলে অভিনেত্রী বলেন, “এ বিষয়ে আমি কিছু শুনিনি। আমার কাছে কোনও তথ্য নেই।” ‘ইচ্ছেমতো’র নির্দেশক সৌরভ বলেন, “সিপিআইএমের প্রার্থী হতে গেলে যোগ্যতা লাগে। আমার সেই যোগ্যতা নেই।”
অনেকে মনে করছেন, এবার গোটা রাজ্যে সিপিএমের প্রার্থী দেওয়ার জন্য আসন অনেকটাই কমে যাবে। একে তো বড় সংখ্যায় আসনে লড়বে কংগ্রেস। কারণ তারাই বিরোধী দল। তারপর বামফ্রন্টের ভাগে যে আসন পড়ে থাকবে তার মধ্যে সিপিআই, ফরওয়ার্ড ব্লকের মতো শরিক দলগুলিকে আসন ছাড়তে হবে।