Thursday, April 25, 2024
Latest Newsদেশফিচার নিউজ

কৃষকদের দেশবিরোধী বলার সাহস কী করে হয়! বিজেপিকে আক্রমণ অকালি প্রধানের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: যতদিন এগোচ্ছে কৃষক ততই জোরাল হচ্ছে। কিছুদিন আগে পর্যন্ত এনডিএ জোটের অংশীদার অকালি দল কেন্দ্রের কৃষি বিলের প্রতিবাদেই জোট ছাড়ে। এরপর কৃষক আন্দোলন দানা বাঁধলে বিজেপির এক নেতা কৃষকদের ‘খলিস্তানি’ বলে দেগে দেন। এবার বিজেপিকে আক্রমণ করলেন অকালি দলের প্রধান তথা ঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদল। তিনি বলেন, কৃষকদের দেশবিরোধী বলার সাহস হয় কী করে।

এরপরেই বিজেপির ওপর খড়্গহস্ত সুখবীর বলেন, ‘প্রতিবাদীদের মধ্যে বয়স্ক মহিলারাও রয়েছেন। তাঁদের দেখে কী খলিস্তানি মনে হয়? এটা আসলে দেশের কৃষকদের ঘুরিয়ে দেশবিরোধী বলা। কৃষকদের জন্য এটা অপমান। ওদের সাহস কী করে হয় এ কথা বলার?’

‘দেশবিরোধী’ প্রসঙ্গে তাঁর বক্তব্য, বিজেপি বা কারও কি কাউকে দেশবিরোধী তকমা দেওয়ার অধিকার আছে? এই কৃষকরা তাঁদের গোটা জীবন দেশের জন্য উৎসর্গ করেছেন আর এখন তাঁদেরই দেশবিরোধী আখ্যা দেওয়া হচ্ছে। সুখবীরের মতে, যারা কৃষকদের দেশবিরোধী বলছে, আসলে তারাই দেশবিরোধী।

 

 

Leave a Reply

error: Content is protected !!