Sunday, May 19, 2024
Latest Newsদেশফিচার নিউজ

আগামিকাল আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‘নিভার’, ঘণ্টায় ১২০ কিমি বেগে বইতে পারে হাওয়া

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হল ‘নিভার’। যা আগামিকাল (বুধবার) সন্ধ্যায় মামল্লপুরম এবং কারাইকালের মধ্যে দিয়ে তামিলনাড়ু এবং পুুদুচেরিতে আছড়ে পড়বে। মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, আপাতত উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর ‘নিভার’ অবস্থান করছে। উত্তর-পশ্চিম চেন্নাই থেকে সেটির দূরত্ব ৪৫০ কিলোমিটারের মতো। সেজন্য ইতিমধ্যে তামিলনাড়ু এবং পুুদুচেরির উপকূলবর্তী এলাকায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

মনে করা হচ্ছে, ঝড়ের গতিবেগ ঘণ্টায় ১০০-১১০ কিলোমিটার থাকবে। ঘূর্ণায়মান বাতাসের গতিবেগ কখনও কখনও ঘণ্টায় ১২০ কিলোমিটারও পৌঁছে যেতে পারে। তবে মঙ্গলবার থেকেই দু’রাজ্যে বৃষ্টিপাত শুরু হবে। তা বৃহস্পতিবার পর্যন্ত চলবে। উত্তর-মধ্য এবং উপকূলীয় জেলাগুলিতে মঙ্গলবার এবং বুধবার ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রস্তুতি নিয়ে মঙ্গলবার সকালে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী কে পলানিস্বামী এবং পুদুচেরির মুখ্যমন্ত্রী ভি নারায়ণস্বামীর সঙ্গে কথা বলেছেন। কেন্দ্রের তরফে যাবতীয় সাহায্যের আশ্বাস দিয়েছেন মোদী।

 

Leave a Reply

error: Content is protected !!