দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : অযোধ্যার রামমন্দির-বাবরি মসজিদ মামলার শুনানি শেষ হচ্ছে বুধবার। এমনটাই জানিয়েছেন শীর্ষ আদালতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। ১৭ নভেম্বর প্রধান বিচারপতির পদ থেকে অবসর নেবেন রঞ্জন গগৈ। সম্ভবত তার আগেই এই মামলার নিষ্পত্তি চাইছেন তিনি। আজ রঞ্জন গগৈ বলেছেন, ‛আজ ৩৯তম দিন। কাল ৪০তম দিন এবং এই মামলার শুনানির শেষ দিন।’
সুপ্রিমকোর্টের পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ সোমবারই জানিয়ে দিয়েছিল, শুক্রবার ১৭ অক্টোবরের মধ্যে শেষ করতে হবে এই মামলার শুনানি। পাঁচ সদস্যের এই সাংবিধানিক বেঞ্চের নেতৃত্বে রয়েছেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। এছাড়া এই সাংবিধানিক বেঞ্চে আছেন বিচারপতি এসএ ববড়ে, ডি ওয়াই চন্দ্রচূড়, অশোক ভূষণ এবং এস আব্দুল নাজির। ১০ ডিসেম্বর পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে।