Sunday, January 26, 2025
দেশফিচার নিউজ

এ কেমন অন্যায় কথা? ২ মাস বন্ধ পড়ে থাকা ফোনের জন্যেও টাকা দিতে হবে কাশ্মীরিদের

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : এ যেন মড়ার উপর খাঁড়ার ঘা। গতকাল থেকে কাশ্মীরে পোস্ট পেইড মোবাইল পরিষেবা খুলে দেওয়া হলেও গত ৭২ দিনের বিল না মেটানোয় বহু মোবাইলেরই আউটগোয়িং পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। অনেকেই অভিযোগের সুরে বলছেন – ২ মাস ফোন চালুই নেই, আবার বিল কিসের? এ কেমন অন্যায় কথা?

কাশ্মীরের বিশেষ মর্যাদা অবলুপ্তির পর সেখানে ফোন পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। টানা ৭২ দিন মোবাইল ফোন পরিষেবা বন্ধ থাকার পরও তাঁর বিল মেটাতে হবে ব্যবহারকারীদের। এদিকে কাশ্মীরে এখনও বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবা। ফলে জম্মু ও কাশ্মীরের মানুষ ইন্টারনেটের মাধ্যমে পোস্ট পেইড মোবাইল গুলির বিলও মেটাতে পারছেন না।

Leave a Reply

error: Content is protected !!