Monday, February 24, 2025
Latest Newsদেশফিচার নিউজ

ধিক্কার! কৃষকদের বাঁচাতে জলকামান বন্ধ করা ‛হিরো’র বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ দায়ের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : দিল্লিমুখী কৃষক মিছিলের ওপর পুলিশ কর্তৃক জলকামান চালানোর সময় ট্রাক্টর থেকে লাফ দিয়ে জলকামানবাহী ভ‍্যানে উঠে তার ট্যাপ বন্ধ করতে দেখা গিয়েছিল এক যুবককে, রাতারাতি হিরোর তকমা পেয়েছিলেন তিনি। এইবার তাঁর বিরুদ্ধে হত‍্যার চেষ্টার অভিযোগ দায়ের করা হয়েছে। নেট দুনিয়ায় তিনি ‛হিরো’। হরিয়ানার আম্বালায় বাড়ি নভদীপ সিং নামের ওই যুবকের।

কেন্দ্রের বিরুদ্ধে কৃষকদের আন্দোলনকে ছত্রভঙ্গ করতে কনকনে ঠান্ডায় তাদের ওপর জলকামান চালিয়েছিল বিজেপি শাসিত হরিয়ানার পুলিশ। সেইসময় নিজের ট্রাক্টর থেকে লাফিয়ে জলকামানবাহী ভ‍্যানে উঠে নভদীপ এবং জলকামানের ট‍্যাপ বন্ধ করে দিয়ে ওখান থেকেই দুর্দান্তভাবে লাফিয়ে ট্রাক্টরের ট্রলিতে ফিরে আসেন তিনি। নভদীপের বিরুদ্ধে হত‍্যার চেষ্টা, দাঙ্গা লাগানো এবং কোভিড স্বাস্থ্যবিধি লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।

 

Leave a Reply

error: Content is protected !!