Friday, November 22, 2024
Latest Newsফিচার নিউজরাজ্য

‛আজই বামেদের সঙ্গে জোট ঘোষণা করে দিন’, অধীরকে বললেন রাহুল

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: রাজ‍্যে বিধানসভা নির্বাচনের নিঘন্ট এখনও পর্যন্ত বাজেনি। কিন্তু তার আগেই রাজনৈতিক দলগুলি কোমড় বেধে নেমে পড়েছেন। ভোটের দিন ঘোষণা না হলেও ইতিমধ্যে শুরু হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের সভা, মিটিং। ২১ এর বিধানসভাকে সামনে রেখে রাজ‍্যে বামেদের সঙ্গে জোট ঘোষণা করার জন্য রাজ‍্য কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে নির্দেশ দিলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। বৃহস্পতিবার সকালে কৃষকদের আন্দোলনের পক্ষে সওয়াল করে রাষ্ট্রপতি ভবনের উদ্দেশে অভিযান ফাঁকেই দুজনের মধ্যে কথা হওয়ার সময় একথা বলেন তিনি।

জানা গিয়েছে, ওই অভিযানের শেষে অধীর চৌধুরীর সঙ্গে কথোপকথনে বাংলার ভোটের প্রসঙ্গ তোলেন রাহুল। অধীরবাবু বলেন, সবই তো হল। কিন্তু বামেদের সঙ্গে জোটের আনুষ্ঠানিক ঘোষণা এখনও হয়নি। সর্বভারতীয় কংগ্রেস তথা এআইসিসি-র তরফে সবুজ সংকেত না দিলে তো এক তরফা ভাবে আমি ঘোষণা করতে পারি না। শুনে রাহুল বলেন, এটা তো ভুল হয়েছে। আমি দেখছি।

দুজনের এই কথাবার্তার কিছুক্ষণ পরই দুপুরে কংগ্রেস হাইকম্যান্ডের ফোন আসে প্রদেশ কংগ্রেস সভাপতির কাছে। তাঁকে বলা হয়, আজই বামেদের সঙ্গে জোটের কথা ঘোষণা করে দিন। তাই করেন অধীরবাবু। প্রথমে টুইট করে তিনি বলেন, “পশ্চিমবঙ্গে আগামী ভোটের জন্য আজ কংগ্রেস হাইকমান্ড আনুষ্ঠানিক ভাবে বাম দলগুলির সঙ্গে জোটে সম্মতি দিয়েছে।”

Leave a Reply

error: Content is protected !!