Thursday, March 28, 2024
Latest Newsফিচার নিউজরাজ্য

‘হিন্দুরা চার্চে গিয়ে স্বধর্মের অবমাননা করবেন না’, কৃষ্ণনগরে ফতোয়া জারি করে পোস্টার বজরং দলের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: ‘হিন্দুরা চার্চে গিয়ে স্বধর্মের অবমাননা করবেন না’, বড়দিনের আগে ফের নদীয়ার কৃষ্ণনগরে বিতর্কিত পোস্টার লাগাল কট্টর হিন্দুত্ববাদী বজরং দল। অন্য একটি পোস্টারে লেখা – ‘হিন্দুদের ধর্মপালন চার্চে নয়, মন্দিরে। স্বধর্ম পালন করুন।’ এই পোস্টারগুলি নিয়ে সংবাদমাধ্যমে শোরগোল শুরু হতেই পিছু হঠে সেসব সরিয়ে দেওয়া হয়। তবে বৃহস্পতিবার সকালেও কৃষ্ণনগর জেলা প্রশাসনিক ভবনের কাছে দেওয়ালে চোখে পড়ল বিতর্কিত পোস্টার। এ নিয়ে সরব স্থানীয় বাসিন্দারা।

নদিয়া জেলার কৃষ্ণনগর, তাহেরপুর, রানাঘাটে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের বাস। এখানে বড়দিনে বিশেষ উৎসব পালিত হয়। ধর্ম নির্বিশেষে খ্রিস্টানদের সঙ্গে উৎসবে মেতে ওঠেন হিন্দুরাও। চার্চে গিয়ে জমিয়ে কেক খাওয়া, শুভেচ্ছা বিনিময়ে এখানকার চেনা ছবি। বছরের পর বছর ধরে এমনটাই চলে আসছে।কিন্তু খ্রিস্টানদের উৎসবে শামিল না হওয়া ফতোয়া জারি করে আচমকা বজরং দলের এই পোস্টারে হতবাক স্থানীয়রা।তাদের অভিযোগ, মহামিলনের বাংলায় কট্টর হিন্দুত্ববাদীরা ধর্মীয় বিভাজন তৈরি করতে চাইছে। সেইসঙ্গে অভিযোগ, এর পিছনে অন্য কিছু নয়, পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্যই রয়েছে।

একুশে ভোটের আগে বিজেপি এই এলাকায় আরও বেশি মেরুকরণের রাজনীতি করতে চাইছে বলে অভিযোগ স্থানীয় তৃণমূল নেতৃত্বের। বিজেপির অবশ্য পালটা দাবি, এসব পোস্টারের সঙ্গে তাদের কোনও যোগ নেই। গোটাটাই তৃণমূলের ষড়যন্ত্র।

Leave a Reply

error: Content is protected !!