দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দর কেজরিওয়ালকে গ্রেফতার করল ইডি। বৃহস্পতিবার রাতে ইডির হাতে গ্রেফতার হয়েছেন তিনি। বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই ওই ঘটনায় তাঁর বাড়িতে তল্লাশি শুরু করে ইডি। বাজেয়াপ্ত করা হয় তাঁর ফোন। তার পরেই গ্রেফতার। মুখ্যমন্ত্রীর বাসভবনের আশপাশে জারি করা হয়েছে ১১৪ ধারা।