Thursday, March 13, 2025
Latest Newsদেশফিচার নিউজ

নিজের সার্ভিস রিভলভার দিয়ে শ্বশুর ও বান্ধবীকে খুন করে বেপাত্তা দিল্লি পুলিশের এসআই, অভিযুক্তের খোঁজে পুলিশ

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: নিজের সার্ভিস রিভলভার দিয়ে শ্বশুরকে খুন, বান্ধবীকে গুলি করে পলাতক দিল্লি পুলিশের একজন এসআই অফিসার। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। সঞ্জয় দাহিয়া নামে ৩৬ বছরের ওই এসআই রবিবার রাতে বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর তাঁকে ওই রিভলভার দিয়েই গুলি করে চম্পট দিয়েছিলেন। সোমবার সকালে হরিয়ানার রোহতকে শ্বশুরবাড়ি গিয়ে সেখানে গুলিতে খুন করেন শ্বশুর রণবীর সিং–কে। এখনও তাঁকে ধরতে পারেনি পুলিশ।

পুলিশ সূত্রে খবর, রবিবার জিটি কার্নাল সড়কে গাড়ির ভিতর রক্তাক্ত অবস্থায় ওই যুবতীকে পড়ে থাকতে দেখেন আরেক এসআই জয়বীর। তিনিই মহিলাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। মহিলার অবস্থা এখন স্থিতিশীল। তিনি পুলিশকে সঞ্জয়ের নামে অভিযোগ জানানোর পরই ভারতীয় দণ্ডবিধির বেশ কিছু ধারায় মামলা রুজু করেছে পুলিশ। পলাতক এসআই–এর খোঁজে তল্লাশি চলছে।

 

Leave a Reply

error: Content is protected !!