Friday, April 19, 2024
Latest Newsফিচার নিউজরাজ্য

আইনের প্যাঁচে অনুপম, ভেবে মন্তব্য করা উচিত, প্রতিক্রিয়া মুকুলের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি অবমাননাকর মন্তব্যের জেরে বিজেপির নয়া কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের উদ্বাস্তু সেল‌ এফআইআর দায়ের করলো। এ প্রসঙ্গে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায় বলেন, ‘দায়িত্ব পূর্ণ পদে থেকে ভেবেচিন্তে মন্তব্য করা উচিত।’

রবিবার দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের বিজেপির সাংগঠনিক বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে মুখ্যমন্ত্রী সম্পর্কে কিছু মন্তব্য করেন। তৃণমূল কংগ্রেসের উদ্বাস্তু সেল সোমবার শিলিগুড়ি থানায় মুখ্যমন্ত্রীকে করা মন্তব্য আপত্তিকর এই অভিযোগে অনুপম হাজরার বিরুদ্ধে এফআইআর করে। তাঁরা হুমকি দিয়েছেন অনুপম হাজরাকে গ্রেফতার না করলে রাজ্যের প্রত্যেক থানায় বিজেপির এই কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে এফআইআর করা হবে।

যদিও অনুপম হাজরাও পাল্টা হুমকি দিয়েছেন, ‘আমার বিরুদ্ধে যদি একটা এফআইআর দায়ের করা হয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যতগুলো লাশ কেরোসিন দিয়ে পুড়িয়েছেন ততগুলো এফআইআর তাঁর বিরুদ্ধে করা হবে।’

 

Leave a Reply

error: Content is protected !!