Friday, February 7, 2025
Latest Newsদেশফিচার নিউজ

৫ দিন পর উন্নাও ধর্ষণ কাণ্ডের রায়! বিজেপির কুলদীপের সাজার দিকে তাকিয়ে গোটা দেশ

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ধর্ষণ, পকসো আইন, অপহরণ, অপরাধমূলক ষড়যন্ত্র, অস্ত্র আইন লঙ্ঘণ-সহ একাধিক অভিযোগের ভিত্তিতে কূলদীপ ও তার ভাইয়ের বিরুদ্ধে চার্জ গঠন করেছে দিল্লি আদালত। এসবের ভিত্তিতেই ১৬ ডিসেম্বর উন্নাও ধর্ষণ কাণ্ডের রায় দিতে চলেছে দিল্লি আদালত। বিচারক ধর্মেশ শর্মা এই মামলার রায় দেবে। ধর্ষণে মূল অভিযুক্ত বিজেপি বিধায়ক কুলদীপ সেঙ্গারকে ইতিমধ্যেই দল থেকে বহিষ্কার করেছে বিজেপি।

আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ

অপহরণ, ধর্ষণ ছাড়াও কুলদীপের বিরুদ্ধে ট্রাক চাপা দিয়ে উন্নাও কাণ্ডের নিগৃহীতাকে সপরিবার হত্যার চেষ্টার অভিযোগ রয়েছে। সুপ্রিমকোর্ট জানিয়েছিল ট্রাক দুর্ঘটনার তদন্তে দ্রুত আদালতে চার্জশিট পেশ করতে হবে সিবিআইকে। সোমবারই এই ঘটনার বিস্তর সওয়াল-জবাব পর্ব শেষ করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সিবিআইয়ের তরফে জানানো হয়েছে, ঘটনায় প্রত্যক্ষদর্শীর যাবতীয় বয়ান ভিডিও রেকর্ডিং করা হয়েছে। সেইসব পেশ করা হবে আদালতে।

 

সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন

Leave a Reply

error: Content is protected !!