দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : চলতি মাসের ২ তারিখে অরবিন্দ কেজরিওয়াল ঘোষণা করেছিলেন প্রত্যেক অটোচালক, ট্যাক্সিচালক, গ্রামীণ সেবা, ম্যাক্সি ক্যাব, ই-রিকশ ও স্কুল ক্যাব চালকদের এককালীন ৫০০০ টাকা করে সাহায্য দেওয়া হবে। সেই ঘোষণা মতোই পরবর্তী পদক্ষেপ নিল দিল্লি সরকার।
লকডাউনের জেরে একটানা বন্ধ রয়েছে পরিবহণ পরিষেবা। ফলে চরম ক্ষতির মুখে পড়েছেন এই পরিষেবার সঙ্গে যুক্ত লক্ষাধিক মানুষ। তাঁদের পাশে দাঁড়াতেই এই সিদ্ধান্ত নিয়েছে দিল্লি সরকার। জানানো হয়েছে, ১৩ই এপ্রিল থেকে এই সরকারি পরিষেবার জন্য আবেদনপত্র গ্রহণ করা শুরু হবে।
শুধু পরিবহণ পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিরাই নন, দিল্লি সরকারের কাছ থেকে আর্থিক সাহায্য পেয়েছেন নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত ৩৫ হাজার কর্মীও। তাঁদেরও এককালীন ৫০০০ টাকা করে দেওয়া হয়েছে বলে দিল্লি সরকারের তরফ থেকে জানানো হয়েছে।