Thursday, March 13, 2025
Latest Newsদেশফিচার নিউজ

দিল্লি হাইকোর্টে মুখ পুড়ল রিপাবলিক টিভির, ‛নিউজ হাওয়ার’ নামে শো বন্ধের নির্দেশ

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : শুক্রবার দিল্লি হাইকোর্টের এক অন্তর্বর্তী নির্দেশের জেরে আদালতে মুখ পুড়ল অর্ণব গোস্বামীর নেতৃত্বাধীন রিপাবলিক টিভির। সেই অন্তর্বর্তী নির্দেশে রিপাবলিক টিভিকে ‛নিউজ হাওয়ার’ (News Hour) ট্যাগলাইন ব্যবহার করা থেকে বিরত থাকত বলেছে দিল্লি হাইকোর্ট। হাইকোর্টের স্পষ্ট নির্দেশ, রিপাবলিক টিভির প্রাইমটাইম ডিবেট শোয়ে ‛নিউজ হাওয়ার’ বা এমন কোনও বিভ্রান্তিকর অনুরূপ নাম ব্যবহার করা যাবে না।

টাইমস নাও চ্যানেলের পক্ষে হাইকোর্টের এই অন্তর্বর্তী নির্দেশ কিছুটা হলেও স্বস্তির। রিপাবলিক টিভিতে টাইমস নাও চ্যানেলের অনুরূপ ট্যাগলাইন ব্যবহার হচ্ছে বলে অভিযোগ জানিয়ে হাইকোর্টে মামলাটি দায়ের করে বেনেট কোলম্যান অ্যান্ড কো লিমিটেড। অভিযোগ, রিপাবলিক টিভিতে ‛অর্ণব গোস্বামীর নিউজ আওয়ার’ ও ‛অর্ণব গোস্বামীর নিউজ আওয়ার ৯’ শিরোনাম অভিন্ন ভাবে অন্তর্ভুক্ত করে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। তাই আদালত এ ক্ষেত্রে রিপাবলিক টিভিকে বিরত থাকতে বলে।

‛নিউজ হাওয়ার’ ট্যাগলাইন ব্যবহারের ক্ষেত্রে অর্ণব গোস্বামীকে বিরত থাকতে বলার কারণ, ‛নিউজ হাওয়ার’ টাইমস গ্রুপের নথিভুক্ত ট্রেডমার্ক। সেটি তাঁর চ্যানেলে ব্যবহার করেছিলেন অর্ণব। টাইমস গ্রুপ আদালতে জানায়, ২০০৬ সাল থেকে তাদের অনুষ্ঠানে ‛নিউজ হাওয়ার’ শিরোনাম দেওয়া হচ্ছে। এই শিরোনামের মধ্য দিয়ে তাদের স্বতন্ত্র পরিচয় গড়ে উঠেছে। ২০১৪ সালের মে মাসে ১৬, ৩৫ ও ৩৮ শ্রেণির আওতায় এটি নথিভুক্ত হয়েছে বলেও আদালতে প্রমাণ দাখিল করা হয়।

 

1 Comment

Leave a Reply

error: Content is protected !!