দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : দিল্লি গণহত্যার চার্জশিটে এবার নাম উঠে গেল বর্ষীয়ান কংগ্রেসে নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সলমন খুরশিদের। দিল্লি পুলিশ যে ১৭ হাজার পাতার চার্জশিট দিয়েছে তাতে খুরশিদের পাশপাশি সিপিএম পলিটব্যুরো সদস্য বৃন্দা কারাতেরও নাম রয়েছে।
পুলিশের দাবি, “প্রত্যক্ষদর্শীদের জেরা করে জানা গিয়েছে, উমর খালিদ, সলমন খুরশিদ এবং নাদিম খান– সিএএ বিরোধী আন্দোলনে উপস্থিত হয়ে প্ররোচনামূলক বক্তৃতা দিয়েছিলেন। যা রাজধানীর বুকে হিংসাকে তরান্বিত করেছিল।” যদিও সলমন খুরশিদের কোন বক্তৃতা প্ররোচনামূলক ছিল তা নির্দিষ্ট করে বলেনি দিল্লি পুলিশ।
কংগ্রেসের তরফেও তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে। সর্বভারতীয় কংগ্রেসের অন্যতম মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা বলেছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক দিল্লি পুলিশকে বিরোধীদের উপর বুলডোজার চালানোর জন্য ব্যবহার করছে। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে দিল্লি পুলিশ এখন বিজেপি তথা আরএসএসের বাহিনীতে পরিণত হয়েছে।