Friday, April 19, 2024
Latest Newsদেশফিচার নিউজ

দেশে কাকে ভরসা করবে মুসলিমরা? নববিবাহিত মুসলিম গাড়ি চালককে পিটিয়ে খুন করল মুম্বাই পুলিশ!

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: সারা দেশে মাঝে মধ্যেই শোনা যায় মুসলিম সম্প্রদায়ের মানুষকে পিটিয়ে খুন। লকডাউনে এমন ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশে। পুলিশের মারে মৃত্যু। এছাড়াও গো-মাংস বিক্রির অভিযোগে উগ্ৰ হিন্দুত্ববাদী দল গুলো মাঝে মধ্যেই এমন করে থাকে‌। এবার মুম্বাইয়ের এক মুসলিম গাড়ি চালক মারা গেলেন পুলিশের মারে। ২৬ বছর বয়সই সুহাইল শেখ। ছয় মাস আগেই বিয়ে করেছিল‌।

তাঁর পরিবার সূত্রে খবর, গত ১৫ সেপ্টেম্বর মুম্বাইয়ের চেম্বুরের আরসিএফ থানার পুলিশ তাঁর বাড়িতে তল্লাশি করতে গিয়ে তাঁকে গ্ৰেফতার করে। পুলিশ বেআইনি কিছু না পেয়ে সুহাইল এবং তার কাকা তাইয়েব মনসুরকে থানায় নিয়ে যায়৷ সেখানে নিয়ে গিয়ে সুহাইলকে প্রচণ্ড করে পুলিশ।

কাকার বক্তব্য, আমি পুলিশ অফিসারদের অনুরোধ করেছিলাম, বলেছিলাম যে ওর নিম্ন রক্তচাপে ভুগছে৷ এভাবে ওকে মারবেন না৷ কিন্তু সেটা শুনে ওরা মারের পরিমাণ বাড়িয়ে দেয়৷ আমি যখন জিজ্ঞেস করি যে তারা আসলে কী চায়? তখন পুলিশ তাদের থেকে আড়াই লক্ষ টাকা দাবি করে৷ তা দিয়ে তাঁরা আমাদের ছেড়ে দেবে। তিনি তাঁদের এক লাখ টাকা দিতে রাজি হন৷ তবে সে সময় তিনি পুরো টাকার ব্যবস্থা করতে পারেননি৷ ৫০ হাজার টাকা দেন এবং বাকি টাকা পরে দেওয়ার প্রতিশ্রুতি দেন৷ তাদের দু’জনকে ছাড়া হয়৷ তবে প্রচন্ড মারে থানাতেই সুহাইল কোমাতে চলে যান৷ বাড়ি ফিরে তার অবস্থা আরও সংকটজনক হলে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং ডাক্তার জানায় ব্রেইন হেমারেজে তার মৃত্যু হয়েছে৷ ১৬ সেপ্টেম্বর সন্ধ্যায় তাকে মৃত ঘোষণা করা হয়৷

মনসুরের অভিযোগ, এ সমস্ত ঘটেছে প্যাটেল নামে পুলিশের এক চরের কারণে৷ যার সঙ্গে কয়েক দিন আগে সুহাইলের বচসা হয়৷ প্রতিশোধ নিতেই প্যাটেল পুলিশের সাহায্য নিয়ে শায়েস্তা করতে চেয়েছিল সুহাইলকে৷ মনসুর এ ঘটনায় জড়িত পুলিশ সহ সকলের শাস্তির দাবি জানিয়েছেন৷

 

Leave a Reply

error: Content is protected !!