দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : সত্য কথা বলে বিপদ বাড়ল দিল্লির সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান তথা স্বনামধন্য সাংবাদিক জাফরুল ইসলাম খানের। জানা গেছে, দিল্লি পুলিশের স্পেশাল সেল সোমবার জাফরুল ইসলামকে নোটিশ পাঠিয়ে জেরার জন্য ডেকেছে। তাঁকে CRPC 160-এর নোটিশ পাঠানো হয়েছে।
এই নোটিশে জাফরুল ইসলামকে দু’দিনের মধ্যে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দিল্লি পুলিশ জাফরুলকে জেরা করার অনুমতি পেয়েছে হাইকোর্ট থেকে। যদিও হাইকোর্ট জাফরুল ইসলামের গ্রেফতারি ২২ জুন পর্যন্ত স্থগিত রেখেছে।
আদালতের অনুমোদন পাওয়ার পরই জাফরুলকে পাঠানো হয়েছে এই নোটিস। তাঁর বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে যে, তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু দেশ বিরোধী পোস্ট করেছেন। কিন্তু জাফরুলের একটিভিটি দেখলে বোঝা যায়, একজন সাংবাদিক এবং সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান হিসেবে তিনি শুধু কিছু প্রশ্ন তুলেছেন।