দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : দিল্লি দাঙ্গা নিয়ে ফের প্রকাশ্যে এলো চাঞ্চল্যকর তথ্য। এবার বিজেপির এক কাউন্সিলরের বিরুদ্ধে সরাসরিভাবে দাঙ্গায় জড়িত থাকার প্রমাণ মিলল৷ বিজেপি কাউন্সিলর কানহাইয়া লাল নিজেই উন্মত্ত দাঙ্গাকারীদের নেতৃত্ব দিচ্ছিলেন বলে এক প্রত্যক্ষদর্শী অভিযোগ করেছেন৷
‛মোল্লাদের শেষ করে দাও’ এই নির্দেশ দিয়ে কানহাইয়া লাল ভাগিরথী বিহারের হিন্দুদের উত্তপ্ত করেন৷ দিল্লি পুলিশের কাছে ওই এলাকারই এক বাসিন্দা এই বিবৃতি দিয়েছেন৷ দ্য কুইন্ট দাঙ্গা নিয়ে পুলিশি তদন্তে উঠে আসা এমনই কিছু তথ্য উদঘাটিত করেছে৷ শুধু বিজেপি কাউন্সিলরই নন, এই দাঙ্গার ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন আরও বেশকিছু বিজেপি নেতা৷
স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, কারওয়াল নগরের বিধায়ক মোহন সিং, মুস্তাফাবাদের প্রাক্তন বিধায়ক জগদীশ প্রধান, উত্তরপ্রদেশের এক বিধায়ক নন্দকিশোর গুজ্জর, বিজেপি নেতা কপিল মিশ্র, হিন্দুত্ববাদী নেতা রাগিনি তিওয়ারি এই দাঙ্গায় সরাসরি নেতৃত্ব দিয়েছেন৷
ভাগিরথি বিহারের ঘটনার বর্ণনা দিতে গিয়ে স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানাচ্ছেন, ফেব্রুয়ারি ২৪ তারিখে আমি বাড়িতেই ছিলাম৷ রাত ৮-৯ টার দিকে খুব শোরগোল শুনতে পায়৷ বাড়ির বাইরে এসে দেখি ১০০-১৫০ মানুষ ‘জয় শ্রীরাম’, ‛কাটোয়া কো সবক শিখাও’, ‛মারো’ ইত্যাদি উসকানিমূলক স্লোগান দিতে দিতে এগিয়ে আসছে৷
তিনি জানান, তাদের হাতে ছিল তরবারি, ত্রিশূল, বড় কুঠার ও পিস্তল৷ কাউন্সিলর কানহাইয়া লাল এই মারমুখী জনতাকে নেতৃত্ব দিচ্ছিলেন৷ এরপর ওরা গুলি চালাতে শুরু করে ও পাথর ছোড়ে৷ মসজিদে আগুন লাগিয়ে দেয়৷ মসজিদ জ্বালা দো বলে স্লোগান দিতে দিতে এসব করতে থাকে৷