দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : টানা পাঁচদিন ধরে তাণ্ডব চলেছে উত্তর-পূর্ব দিল্লিতে। প্রকাশ্যে এসেছে হিংসার নানা ছবি। ভাইরাল হয়েছে অসংখ্য ভিডিও। সদ্যই প্রকাশ্যে আসা একটি ভিডিওতে দেখা গিয়েছিল, পাঁচটি ছেলেকে বেধড়ক মারছে চার-পাঁচজন পুলিশ। কিল-চড়-লাথি-ঘুষি-লাঠির সঙ্গেই বারবার ওই উর্দিধারীদের বলতে শোনা গিয়েছিল, ‛আজাদি চাই? এই নে আজাদি।
শুধু তাই নয়, মারতে মারতেই জোর করে তাঁদের ‘জনগণমন’ গাওয়ানো হয়েছিল। সবাই তখন উর্দিধারীদের পায়ে ধরে প্রাণভিক্ষার আর্জি জানাচ্ছিল। মার খাওয়া ওই ছেলেগুলোর মধ্যেই ছিল ফয়জান। মার খেতে খেতে মাটিতে লুটিয়ে পড়েছিল ফয়জান। অল্প বয়স, রোগা-পাতলা চেহারা, এত নারকীয় অত্যাচার শরীর আর সইতে পারেনি। ঘটনার দু’দিন পর হাসপাতালে মারা যায় ফয়জান।
ভাইয়ের মৃত্যুর জন্য পুলিশকেই দায়ী করেছে ফয়জানের বড় ভাই নঈম। তিনি জানিয়েছেন, ‛পুলিশ নৃশংসভাবে ওদের মেরে ফেলে রেখে চলে গিয়েছিল। বারবার বলছিল আজাদি চাই, এই নে আজাদি। একবারও জিজ্ঞেস পর্যন্ত করেনি কীসের জন্য আজাদি চাই। এভাবে মারার অধিকার পুলিশকে কে দিয়েছে?’ নঈমের দাবি, তাঁর ভাইকে লক-আপেই পিটিয়ে মেরে ফেলা হয়েছিল।
পশ্চিমবঙ্গ, কলকাতা, রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বলিউড ও ক্রিকেটের সকল বাংলা খবর পড়তে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube ও জয়েন করুন WhatsApp Group এবং ডাউনলোড করুন আমাদের News Apps