Thursday, February 6, 2025
Latest Newsদেশফিচার নিউজ

ভুয়ো নথি দেখিয়ে ৯ কোটি কালো টাকা সাদা করার অভিযোগ, গ্রেফতার দিল্লির যুবক

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: ভুয়ো নথি দিয়ে ৭টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার পর সেই অ্যাকাউন্ট থেকে ৯ কোটি কালো টাকা সাদা করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল দিল্লি পুলিশ। জানা গিয়েছে, নোটবন্দী পর্বে ওই ব্যক্তি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলেন। পুলিশ সূত্রে খবর, ৩৫ বছর বয়সি ওই যুবকের নাম গৌরব সিঙ্ঘাল। আয়কর দফতরের আধিকারিক রাজেশ কুমার গুপ্ত গৌরবের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তিনি জানিয়েছেন, ৯ নভেম্বর ২০১৬ থেকে ওই বছর ৩০ ডিসেম্বর পর্যন্ত সাতটি ব্যাঙ্ক খুলেছেন গৌরব। তদন্তে নেমে পুলিশ দেখতে পায়, এক ব্যক্তির সাতটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে। সবকটা অ্যাকাউন্টই ব্যবসার কাজে ব্যবহার করা হয়।

পুলিশ জানিয়েছে, প্রতিটি অ্যাকাউন্টই খোলা হয়েছে জাল নথি দিয়ে। কিন্তু কেন একইসঙ্গে সাতটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলেন ওই ব্যক্তি? পুলিশ জানিয়েছে, নোটবন্দী পর্বে অন্যের কালো টাকা সাদা করার জন্য এই কাজ করান তিনি। তার ভিত্তিতে সংশ্লিষ্টদের থেকে টাকাও নিতেন তিনি।

 

Leave a Reply

error: Content is protected !!