Friday, November 22, 2024
Latest Newsফিচার নিউজরাজ্য

ভোটে হেরে মাথা ঠিক নেই বিজেপি নেতাদের! এবার রাঢ় বাংলাকে পৃথক রাজ্য করার দাবি সৌমিত্রর

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: জন বার্লার পর এবার পৃথক রাজ্যের দাবি জানিয়ে শোরগোল ফেলে দিলেন আরও এক বিজেপি সাংসদ। উত্তরবঙ্গের পর এবার বাঁকুড়া, পুরুলিয়া, জঙ্গলমহল এলাকা নিয়ে পৃথক রাজ্য গঠনের দাবি জানালেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। বিজেপি সাংসদ বলেছেন, ‘পশ্চিমবঙ্গবাসী হিসেবে বলব, মুখ্যমন্ত্রী যেভাবে বহিরাগত শব্দ এনেছেন, তাতে এই দাবি উঠবেই। কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে ৫০ কিমির মধ্যে ২৩ জন মন্ত্রী রয়েছেন। আমাদের এলাকার মানুষ বঞ্চিত। রাঢ়বঙ্গের যুবকদের চাকরি নেই। আমাদের এলাকার সম্পত্তি রাজ্যের কোষাগারে যাচ্ছে। আমরা কিছু পাচ্ছি না। আগামী দিনে রাঢ়বঙ্গ থেকেও দাবি উঠবে’।

এই প্রসঙ্গে সৌমিত্র আরও বলেন, ‘মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে বহিরাগত বলতে পারেন, আমরা রাঢ়বঙ্গের ছেলেরে বলব মুখ্যমন্ত্রীবহিরাগত। বাংলা নয়, বাংলা কোনও দেশের নাম নয়, বাংলা বাংলা বলে পশ্চিমবঙ্গকে বাংলা করছেন। আমরা বলছি পশ্চিমবঙ্গ।বাংলা বলে নতুন দেশ তৈরির করার চেষ্টা করছেন। কারণ, ওঁর প্রধানমন্ত্রী হওয়ার শখ। আমরা রাঢ়বঙ্গকে রাজ্যের দাবি জানাব’।

 

এদিকে, উত্তরবঙ্গকে কেন্দ্রশাসিত অঞ্চল গড়ার দাবি জানিয়ে বিতর্কে বিজেপি সাংসদ জন বার্লা। তিনি বলেন, উত্তরবঙ্গকে আলাদা রাজ্য হিসেবে দেখতে চাই। এই প্রসঙ্গে দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে আবেদন জানাব। এই মন্তব্যে কার্যত তোলপাড় পড়ে গিয়েছে গোটা রাজ্যে। যদিও বার্লার বক্তব্যের সঙ্গে যে রাজ্য বিজেপি সমর্থন করে না, তা স্পষ্ট করে দিয়েছেন দিলীপ ঘোষ। এদিন তিনি বলেছেন, ‘বিজেপি এ ধরনের কোনও দাবিতে বিশ্বাস করে না। আমরা এটা মানি না’। সেই সঙ্গে মুখ্যমন্ত্রীকে নিশানা করে দিলীপ বলেন, ‘কাশ্মীরের থেকেও বাংলার অবস্থা খারাপ’। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে দিলীপ বলেন, ‘উনি তো আফগানিস্তান, সিরিয়া বানিয়েছেন। আমরা তো সোনার বাংলা গড়তে চেয়েছিলাম’।

 

Leave a Reply

error: Content is protected !!