Friday, March 29, 2024
Latest Newsদেশফিচার নিউজ

ভুল থেকে কোনো শিক্ষা নেয়নি সিপিএম, দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ ইয়েচুরির

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের জেরেই রাজ্যে প্রতিষ্ঠান-বিরোধী মনোভাব কাটিয়ে উঠে নির্বাচনী সাফল্য পেয়েছে তৃণমূল, এমনটাই মনে করছেন সিপিএম-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। বিধানসভা নির্বাচনে সংযুক্ত মোর্চার ভরাডুবি নিয়ে কাটাছেঁড়া করতে গিয়ে সীতারামের ব্যাখ্যা, বিজেপির হিন্দুত্বের মোকাবিলায় বাঙালি অস্মিতাকে কাজে লাগাতে পেরেছে রাজ্যের শাসকদল। উল্টো দিকে, আলিমুদ্দিন স্ট্রিট অতীতের ভুলগুলিকে উপলব্ধি না করতে পেরে আরও বড় ভুলের জন্ম দিয়েছে।

নির্বাচনী ফলাফল নিয়ে বিশদে পর্যালোচনা করতে শনিবার থেকে শুরু হয়েছিল সিপিএম-এর রাজ্য কমিটির দু’দিনের ভার্চুয়াল বৈঠক। সেই বৈঠকে ফলাফল নিয়ে নিজের জবাবি ভাষণে সীতারাম তৃণমূলের প্রত্যাবর্তনের নেপথ্যে মমতার বিভিন্ন জনমুখী প্রকল্প এবং নির্বাচনী প্রচারে বাঙালি জাত্যাভিমানকে সুকৌশলে ব্যবহার করার কথা বলেছেন। অন্য দিকে তৃণমূল অথবা বিজেপির কোনও বিকল্প হিসেবে সংযুক্ত মোর্চা আমজনতার সামনে উঠে আসেনি। সিপিএম সাধারণ সম্পাদক রবিবার তাঁর জবাবি ভাষণে বলেন, ‘রাজ্যে প্রতিষ্ঠান বিরোধিতা ছিল। যার ফলে ২০১৯ সালে বিজেপি-র লাভ হয়েছিল। কিন্তু পরে তৃণমূল এই অসন্তোষ কমাতে বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পকে ব্যবহার করে। বিজেপির হিন্দুত্বের বিরুদ্ধে বাঙালি জাত্যাভিমানকেও তারা ব্যবহার করেছে।’

 

 

Leave a Reply

error: Content is protected !!