দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম। দেশে ডিজেলের দামও ১০০ ছাড়িয়ে গিয়েছে। পাক সীমান্তে রাজস্থানের শ্রীগঙ্গা নগরে ডিজেলের দাম লিটার প্রতি বেড়ে হয়েছে ১০০.০৫ টাকা। অন্যদিকে পেট্রোলের দাম লিটার প্রতি বেড়ে হয়েছে ১০৭ টাকা। দেশের অন্যান্য মেট্রো শহর গুলিতেও পেট্রোলের দাম হু হু করে বাড়ছে।
রাজধানী দিল্লিতে পেট্রোলের দাম বেড়ে হয়েছে ৯৬.১২ টাকা প্রতি লিটার। ডিজেলের দাম প্রতি লিটারে বেড়ে হয়েছে ৮৬.৯৮ টাকা। একই সঙ্গে বাণিজ্য নগরী মুম্বইয়ে পেট্রোলের দাম বেড়ে হয়েছে ১০২.০৩ টাকা। ডিজেলের দাম বেড়ে হয়েছে ৯৪.৩৯ টাকা। দিল্লি মুম্বইয়ের সঙ্গে পাল্লা দিচ্ছে কলকাতা শহরের জ্বালানি তেলের দামও। কলকাতায় সপ্তাহের শেষ দিনে পেট্রোলের দাম বেড়ে হয়েছে ৯৬.০৬ টাকা। লিটার প্রতি ২৫ পয়সা বেড়েছে পেট্রোলের দাম। অন্যদিকে ডিজেলের দাম বেড়ে হয়েছে ৮৯.৮৩ টাকা। লিটার প্রতি ২৩ পয়সা বেড়েছে ডিজেলের দাম।
পেট্রোল ডিজেলের এই মূল্যবৃদ্ধি ঘুম ধরিয়েছে আম আদমির। কংগ্রেস ইতিমধ্যেই এই নিয়ে প্রতিবাদ আন্দোলন শুরু করেছে। সামনে সংসদের বাদল অধিবেশনে পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি নিয়ে উত্তাল হবে সংসদ। জুলাই মাসের মাঝামাঝি সময় থেকে শুরু হবে সংসদের বাদল অধিবেশন। তার আগেই পেট্রোল- ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে সুর চড়াতে শুরু করেছে বিরোধীরা। পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির কারণে বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দামও।