Thursday, April 18, 2024
Latest Newsফিচার নিউজরাজ্য

দিদির দলের ‘নীল চোর’ এখন বিজেপিতে গিয়ে ‘গেরুয়া চোর’ হতে চাইছে! দলবদল নিয়ে তোপ অধীরের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: বামে ছিল লাল চোরের দল। দিদির দলে গিয়ে তারা নীল চোরের দল হয়েছে। এবার নীল চোর বিজেপিতে গিয়ে গেরুয়া চোর হতে যাচ্ছে। কোনও ভদ্রলোকের যাতাযাত আছে যাঁরা যাচ্ছে! শনিবার দক্ষিণ ২৪ পরগণা -র ভাঙড়-এ এক সভায় দলবদলকারীদের এভাবেই বিঁধেছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরি ।

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি -র দাবি, বাম আমলে যারা খেল, তারা দিদির দলে। সিপিএমে আমলের মস্তান এখন তৃণমূলর মস্তান। তবে তারা এখন বিজেপিতে যেতে চাইছে। চোরের রাজনৈতিক ধর্ম পরিবর্তন হচ্ছে। মেরে খাওয়ার ব্যবস্থা করে দিয়েছিল দিদি, তাই কংগ্রেস ভেঙেছিল। সেই কাজ এখন বিজেপি করছে। তাই দিদির দল ভাঙছে।

দেশ জুড়ে সরকারি উদ্যোগে করোনা ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হয়েছে শনিবার থেকে। আর সেই ভ্যাকসিন নিয়ে ইতিমধ্যেই রাজনীতি শুরু হয়ে গিয়েছে বলে দাবি করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। শনিবার বিকেলে দক্ষিণ ২৪ পরগণার ভাঙড়ের কাঁঠালিয়ায় কংগ্রেসের ডাকে একটি প্রকাশ্য সমাবেশে যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন তিনি। অধীর চৌধুরী ছাড়াও এই সমাবেশে জেলা কংগ্রেসের নেতৃত্ব উপস্থিত ছিলেন।

এদিন মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে একের পর এক বিজেপি ও তৃণমূলের সমালোচনা করেন প্রদেশ কংগ্রেস সভাপতি। পাশাপাশি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার যে হিড়িক সেই হিড়িক প্রসঙ্গেও কটাক্ষ করেন এই কংগ্রেস নেতা। অধীর বলেন, “বামেরা চলে যাওয়ার পর লাল চোরের দল রঙ পরিবর্তন করে নীল চোর হয়েছিল। এবার সেই নীল চোরেরা দল পরিবর্তন করে গেরুয়া চোর হতে চাইছে।”

 

পাশাপাশি এদিন ভ্যাকসিন প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সবজান্তা গামছাওয়ালা বলেও কটাক্ষ করেন অধীর চৌধুরি। তিনি বলেন, “ভ্যাকসিন নিয়ে ইতিমধ্যেই রাজনীতি শুরু হয়ে গিয়েছে। প্রধানমন্ত্রী বলছেন এই ভ্যাকসিন সম্পূর্ণ নিরাপদ। তিনি কী করে জানলেন?

ভ্যাকসিনের জন্য কৃতিত্ব বিশ্বের তাবড় তাবড় বিজ্ঞানীদের যারা এটা আবিষ্কার করেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন ভ্যাকসিন রাজ্যে কম পাঠানো হয়েছে। আবার তিনি বলছেন ফ্রিতে রাজ্যের সবাইকে ভ্যাকসিন দেবেন। দিল্লির মুখ্যমন্ত্রী ও বলছেন সকলকে ফ্রিতে ভ্যাকসিন দেবেন। সব ঠিক আছে তবে যাতে সব স্তরের মানুষ ভ্যাকসিন পান সেদিকে নজর রাখা উচিৎ।”

 

Leave a Reply

error: Content is protected !!