Friday, April 19, 2024
Latest Newsফিচার নিউজরাজ্য

বিজেপির অন্দরে তীব্র দ্বন্দ্ব, সৌমিত্রকে না জানিয়েই যুব মোর্চার রাজ্য ও জেলা কমিটি বাতিল ঘোষণা দিলীপের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: বঙ্গ বিজেপির অন্দরে দ্বন্দ্ব অব্যাহত। এবার বিজেপির যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ কে না জানিয়েই যুব মোর্চার রাজ্য ও জেলা কমিটি বাতিল বলে ঘোষণা করলেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সংগঠনের এত বড় সিদ্ধান্ত নিলেন বিজেপির রাজ্য সভাপতি অথচ জানেনই না যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ। দিল্লির নির্দেশেই নাকি এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। এই ঘোষণার সঙ্গে সঙ্গে বিজেপি যুব মোর্চার সভাপতি পদেরও আর কোনও গুরুত্ব থাকল না। অথচ যাঁর পদ গুরুত্বহীন হয়ে পড়ল সেই সৌমিত্র খাঁ কিন্তু দলের এই সিদ্ধান্ত আগে থেকে জানতেন না।

মুকুল রায়ের সঙ্গে বরাবরই দিলীপ ঘোষের একটা প্রচ্ছন্ন দূরত্ব রয়েছে দলে। দিল্লিতে সাংগঠনিক বৈঠকে তাই দেখা যায়নি মুকুল রায়কে। ফিরে এসেছিলেন মুকুল। যদিও দিলীপের দাবি ছিল তেমন কোনও ঘটনা ঘটেনি। তার পরেই অমিত শাহরা অনেকটা অপ্রত্যাশিত ভাবেই মুকুল রায়ের গুরুত্ব বাড়িয়ে দেন দল। দলে আসা মুকুল অনুগামীদেরও গুরুত্ব বাড়ে। সৌমিত্র খাঁকে বঙ্গ বিজেপির যুব মোর্চার সভাপতি ঘোষণা করা হয়।

দলে মুকুলরে গুরুত্ব বাড়ছে তা মেনে নিতে পারেছেন না দিলীপ ঘোষরা। সেকারণেই মুকুলের ক্ষমতা খর্ব করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। কারণ হঠাৎ করে রাতারাতি এই সিদ্ধান্ত নেওয়ার আর কোনও কারণ নেই।

নতুন করে বিজেপি যুব মোর্চার রাজ্য ও জেলা কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন দিলীপ ঘোষ। সেসময় সৌমিত্রকে সভাপতি পদে রাখা হবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। যদিও দিলীপ ঘোষের এই সিদ্ধান্ত নিয়ে প্রকাশ্যে কিছু বলতে চাননি সৌমিত্র খাঁ।

 

Leave a Reply

error: Content is protected !!