Friday, March 14, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

“দিলীপ ঘোষ গুন্ডা, বিজয়বর্গীয় বহিরাগত, ক্ষমতা থাকলে আমার বিরুদ্ধে মামলা করুন”, হুঙ্কার অভিষেকের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: “দিলীপ ঘোষ গুন্ডা, বিজয়বর্গীয় বহিরাগত, ক্ষমতা থাকলে আমার বিরুদ্ধে মামলা করুন”, এভাবেই হুঙ্কার ছাড়লেন অভিষেক বন্দোপাধ্যায়। এদিন তিনি বলেন, কৈলাস বিজয়বর্গীয় বহিরাগত, তার ছেলে আকাশ বিজয়বর্গীয় গুন্ডা, দিলীপ ঘোষ গুন্ডা, সুনীল দেওদার বহিরাগত— এই বলে এদিন বিজেপি–কে আক্রমণ করেছেন অভিষেক। তিনি চ্যালেঞ্জ ছুঁড়ে এদিন বলেছেন,‌ ‘‌আপনার ক্ষমতা থাকলে আমার বিরুদ্ধে মামলা করুন। কে সত্যি কথা বলছে আর কে মিথ্যা কথা বলছে তা প্রমাণ হয়ে যাবে।’

রবিবার ডায়মন্ড হারবারের সভা থেকে বিজেপি–কে ‘‌ভাইপো’‌ কটাক্ষের জবাব দেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন বলেন, ‘‌শুধু বিজেপি নয়, সিপিএম, কংগ্রেসেরও আক্রমণের কেন্দ্রবিন্দু ‘‌ভাইপো’‌ শব্দটি। কিন্তু কেউ নাম নিতে পারে না। নাম নিয়ে বলতে পারে না— অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই বুকের পাটা ভারতের প্রধানমন্ত্রীরও নেই।’‌

অভিষেক এদিন বজবজের মুচিশা হাইস্কুল মাঠে হওয়া এই সভা থেকে মনে করিয়ে দেন, ‘‌২০১৯–এ ডায়মন্ড হারবারে লাইট হাউস ময়দানের সভায় তাঁর আধ ঘণ্টার বক্তব্যে নরেন্দ্র মোদী বলে গিয়েছিলেন, ‘‌ভাতিজাকা বাত্তি গুল হোনে ওয়ালা হ্যাঁয়।’‌ বিজেপি–র ছোট, বড়, মাঝারি নেতা সবাই একটাই কথা বলে আমাকে আক্রমণ করে— ভাতিজা বা ভাইপো।’

 

Leave a Reply

error: Content is protected !!