Sunday, April 14, 2024
ফিচার নিউজরাজ্য

মন দিয়ে বিজেপি করুন, এনআরসি নিয়ে চিন্তা করার বিষয়টা আমাদের! আশ্বাস বঙ্গ বিজেপির

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ‛একমাত্র বিজেপিই সুরক্ষিত ভারত ও সুরক্ষিত বাংলা দিতে পারে।’ এমনটাই দাবি করেছেন রাজ্যের বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। তিনি বলেছেন, বিজেপি করলে তাঁরা জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসি সামলে দেবেন। গতকাল কলকাতায় এক বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় তিনি ওই মন্তব্য করেন।

এনআরসি ইস্যুতে বঙ্গ বিজেপির পক্ষ থেকে শঙ্কুদেব পণ্ডা আশ্বাস দিয়ে বলেন, ‘মন দিয়ে বিজেপিটা করুন। এনআরসি-টেনারসি নিয়ে চিন্তা করার বিষয়টা আমাদের। আমরা বুঝে নেব। আপনাদের কেউ উচ্ছেদ করবে না। শুধু বিজেপিটা করুন।’ রাজ্য সভাপতি দিলীপ ঘোষও ওই মন্তব্য সমর্থন করে বলেছেন, ‘শঙ্কুদেব পণ্ডা ঠিকই তো বলেছেন। আমরাই তো সামলে নেব।’

Leave a Reply

error: Content is protected !!