কালনা, ০৫ সেপ্টেম্বর: ৫ টাকার ডাক্তারবাবু! রাজ্যজুড়ে যাঁকে সবাই একডাকে চিনত, ৭২ বছর বয়সে চিরঘুমে সেই ডাঃ গৌরাঙ্গ গোস্বামী। শনিবার সকালে কলকাতার আর এন টেগোর হাসপাতালে তিনি প্রয়াত হন।
১৯৭২ সালে এমবিবিএস পাশ করেন। প্রতিদিন অন্তত ২০০ জন রোগী দেখা ছিল তাঁর বাধা রুটিন। আর ভিজিট বলতে মাত্র ৫টাকা। আর গরিব মানুষের জন্য নিজের টাকা খরচ করে ওষুধ পথ্যের ব্যবস্থা করতেন তিনি।
বাবার কথা রেখে চিকিৎসক হয়েছিলেন তিনি। আর জীবনের ব্রত ছিল মানুষের পাশে দাঁড়ানো। তিনি ২০০০ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত কালনা পুরসভার চেয়ারম্যানও ছিলেন।
তাঁর চিকিৎক জীবনে নাওয়া খাওয়ার সময় ছিল না। সেই কোন সকাল থেকে শুরু হত রোগী দেখা। রাত বিরেতে কেউ বিপদে পড়লে ছুটে যেতেন ডাক্তারবাবু। কারোর কথা ফেরাতে পারতেন না তিনি। সেই ডাক্তারবাবুই চলে গেলেন না ফেরার দেশে।