Friday, January 17, 2025

সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ ‛দৈনিক সমাচার’ – সাহায্য করে পাশে থাকুন

প্রিয় শুভাকাঙ্ক্ষী,

‛দৈনিক সমাচার’ ২০১৯ সালের আগস্ট মাস থেকে কার্যক্রম শুরু করে এবং শুরু থেকেই এটি সম্পূর্ণ ব্যক্তি উদ্যোগে পরিচালিত হয়ে আসছে। অদ্যাবধি এই প্রজেক্টের সাথে কোন ধরনের দল, গ্রুপ বা সংগঠনের সম্পৃক্ততা নেই।

আমাদের একমাত্র উদ্দেশ্য বাংলা ভাষী মানুষের কাছে সঠিক খবর তুলে ধরা। ‛দৈনিক সমাচার’–এর মাধ্যমে যেন সবাই যাচাই বাছাই করে সঠিক খবর জানতে, বুঝতে পারে। আমাদের আরও উদ্দেশ্য বর্তমান হলুদ মিডিয়ার মুখ ও মুখোশ উন্মোচন করা, সরকারের ভুল কাজের সমালোচনা করে তাঁদের দিয়ে সঠিক কাজ করিয়ে নেওয়া।

আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে সফলতার দ্বারপ্রান্তে পৌঁছে দিতে আপনিও এগিয়ে আসুন সামর্থ্য অনুযায়ী। আপনার অনুদানের পরিমাণ কম হোক বা বেশি, অংশীদারিত্বই বড় কথা। আপনার এই অনুদান আমাদের পথ চলাকে সুদৃঢ় করবে। ৫০, ১০০, ৫০০ বা ১০০০ টাকা বা সামর্থ্য থাকলে তার বেশিও অনুদান দিতে পারেন।

‛দৈনিক সমাচার’কে যেভাবে আর্থিক সহযোগিতা করতে পারেন

▶️ ফোন পে – 8981900098

▶️ গুগল পে – 8981900098

ব্যাংক তথ্যের জন্য অনুগ্রহ করে আমাদের ই-মেইল করুন

সার্বিক যোগাযোগঃ

ই-মেইলdoiniksamachar@gmail.com

মোবাইল – 8981900098

error: Content is protected !!