Sunday, April 14, 2024
Latest Newsআন্তর্জাতিক

ট্রাম্প তুমি বোকা, বোকামি তুলে ধরেছ তুমি নিজেই : ইরানের প্রভাবশালী আলেম

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ইরানের প্রভাবশালী আলেম আয়াতুল্লাহ ইমামি কাশানি বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান প্রতিরোধের মাধ্যমে বর্তমান বিশাল অবস্থানে পৌঁছেছে। তিনি আজ তেহরানে জুমার নামাজের খুতবায় এ কথা বলেন।

তিনি আরও বলেন, শত্রুদের অর্থনৈতিক চাপের মুখে ইরানিরা ইসলামি বিপ্লব থেকে সরে যাবে না এবং শত্রুরাও এখন ইরানের দৃঢ়তা ও শক্তিমত্তার বিষয়টি উপলব্ধি করতে শুরু করেছে।

ইরানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বভার-৩৭৩ উন্মোচনের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ইরানের মহান জাতি জ্ঞান-বিজ্ঞান ও সামরিক ক্ষেত্রে সব ধরনের কৌশল ও প্রযুক্তি অর্জন করতে সক্ষম হয়েছে। তিনি বলেন, ইরানিরা গত ৪০ বছরে বিশ্বের সামনে প্রমাণ করেছে তারা শান্তিকামী, কিন্তু আমেরিকা ও তার মিত্রদেরকে এখন সবাই অপরাধী হিসেবেই চেনে।

তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশে বলেন, হে ট্রাম্প তুমি বোকা এবং তুমি নিজের বোকামি গোটা বিশ্বের সামনে তুলে ধরেছ, কিন্তু এর বিপরীতে ইসলামী ইরান ও ইরানি জাতি হচ্ছে সাহসী। ইরানের সর্বোচ্চ নেতা আহলে বাইতকে অনুসরণের মাধ্যমে তরুণ সমাজসহ গোটা জাতিকে এই সাহসিকতার পথ দেখিয়েছেন।

Leave a Reply

error: Content is protected !!