Thursday, March 28, 2024
Latest Newsদেশফিচার নিউজ

কন্ঠরোধ! সম্প্রচার নিয়ে ফের একবার সংবাদমাধ্যমগুলিকে হুঁশিয়ারি কেন্দ্রের

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : সম্প্রচার নিয়ে ফের একবার সংবাদমাধ্যম বিশেষত নিউজ চ্যানেলগুলির উদ্দেশ্যে কড়া নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রক। এমন কোনও সংবাদ পরিবেশন করা যাবে না যা হিংসাত্মক মনোভাব তথা দেশ বিরোধী মনোভাবকে উস্কে দেয়, এ মর্মে ফের একবার নির্দেশিকা জারি করেছে কেন্দ্র।

আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ

তথ্য ও সম্প্রচার মন্ত্রক বলেছে, ‛সমস্ত টিভি চ্যানেলগুলিকে এমন কোনও বিষয়বস্তু প্রদর্শন করা থেকে বিরত থাকতে হবে যা মানুষকে সহিংসতায় প্ররোচিত করতে পারে বা আইন শৃঙ্খলা রক্ষণাবেক্ষণের বিরুদ্ধে পদক্ষেপে উস্কানি দিতে পারে বা জাতীয়তা বিরোধী মনোভাবকে উৎসাহিত করতে পারে।’

দেশ জুড়ে চলা নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভের মধ্যেই ওই হুঁশিয়ারি দিল কেন্দ্রীয় সরকার। কিছুদিন আগেও দেশের প্রচারমাধ্যমগুলিকে একই নির্দেশিকা দেয় কেন্দ্র। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অনুযোগ যে, ১১ ডিসেম্বর ওই নির্দেশিকা জারি করা হলেও বেশ কিছু বেসরকারি টিভি চ্যানেল সেগুলি মেনে চলছে না। তাই ফের এই নির্দেশিকা জারি করে সমস্ত টিভি চ্যানেলকে সতর্ক করে দেওয়া হল।

 

সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন

Leave a Reply

error: Content is protected !!